More
    Homeঅনান্যদুই শতাধিক বছরের প্রাচীন শিব মন্দিরে দুঃসাহসিক চুরি।

    দুই শতাধিক বছরের প্রাচীন শিব মন্দিরে দুঃসাহসিক চুরি।

    Today Kolkata:- প্রায় দুই শতাধিক বছরের প্রাচীন শিব মন্দিরে দুঃসাহসিক চুরি। লোপাট সোনার হার থেকে শুরু করে প্রচুর সোনা রুপোর মুল্যবান প্রচুর অলঙ্কার। লোপাট প্রায় হাজার পঞ্চাশেক টাকা। এমনকি চুরি প্রাচীন বহু মূল্যবান বড় ঘন্টা। তীব্র উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের সংগঠন পাড়া এলাকার শিব মন্দির এলাকায়। ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে এলাকায় সম্প্রতি অন্তত চারটি মন্দিরে গয়না ও টাকা চুরি হল। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এলাকাবাসী ও মন্দির কর্তৃপক্ষের দাবি, এলদল মাদকাসক্ত যুবকের দৌরাত্ম ক্রমেই বেড়ে চলেছে। এলাকাতে ছিনতাই, চুরি, ডাকাতির ঘটনা বাড়ছে।প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার নিচ্ছে তাঁরা। নেশার টাকা জোগাতে বিভিন্ন অসামাজিক কাজ করছে তাঁরা। যে কারণে মন্দিরেও এমন চুরি হচ্ছে।

    দুই শতাধিক বছরের প্রাচীন শিব মন্দিরে দুঃসাহসিক চুরি।

    MORE NEWS – প্রাপ্ত বয়স্কদের ন্যাশনাল অ্যাথলেটিকস মিট হেঁটে সোনা জিতলেন মালদার গৃহবধূ।

    মালদা:- 19 বছর ধরে খেলাধুলার সাথে যুক্ত ছিলেন না তিনি। খেলাধুলার সব থাকলেও সাংসারিক চাপে খেলা করা যেত না। তবে ইচ্ছে থাকলে মানুষ একদিন সফল হতে পারে। তাই তিন বছর আগে আবার খেলাধুলায় অনুশীলন শুরু করেছিলেন। আর তাতেই সাফল্য। ঘরে এবং বাইরে কাজ সামলে প্রাপ্ত বয়স্কদের ন্যাশনাল অ্যাথলেটিকস মিট হেঁটে সোনা জিতলেন মালদার গৃহবধূ 38 বছরের তনুশ্রী লালা। বাড়ি ইংরেজবাজার শহরের কৃষ্ণ পল্লী এলাকায়। স্বামীর সুব্রত লালা পেশায় বেসরকারি কর্মী। সম্প্রীতি চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়াম 42 তম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সেখানে তনুশ্রী 5 কিলোমিটার হাঁটা এবং 15 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাঁটা প্রতিযোগিতায় তিনি সোনা পান দৌড়ে ব্রোঞ্জ পদক। স্বামী দুই ছেলেকে নিয়ে তার পরিবার। CONTINUE READING

    MORE NEWS – লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম, এর ফলে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত।

    উত্তরপাড়া, হুগলী:– প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম, এর ফলে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, তার মধ্যে আবার নতুন করে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, যার জেরে হেঁসেলে টান পড়ছে আম জনতার, হুগলী জেলার উত্তরপাড়া-কোতরং পুরসভার দু’নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত কোতরং বিবেকানন্দ বাজারে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকী দুয়ারে উনুন ও ঘুটে বিলি করা হলো, উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা উত্তরপাড়া-কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব,  CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments