More
    Homeখবরনিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ...

    নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

    Today Kolkata:- শহরে দ্রৌপদী মুর্মু এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন….. দ্রৌপদী মুর্মুকে কাল স্বাগত জানানো হয়েছে। আদিবাসি নৃত্যে বরন করা হয়েছে। আজ সিমলা যাবেন। তারপর সাংসদ, বিধায়কের সঙ্গে বৈঠক করবেন। বিপাকে মমতা?আদিবাসী রাষ্ট্রপতি নিয়ে গোটা দেশে আনন্দ। এখানে দুঃখ। বিবেকানন্দ বলেছিলেন, শূদ্রের উত্থান হলে দেশের উত্থান হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আগে জানলে সমর্থন করতাম। মজার ব্যাপার হল, উনি আগেই প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছেন। পার্টির ভাইস প্রেসিডেন্ট। তার মনোনয়নে তিনি নিজেই যাননি। আর দৌপদী মুর্মুর মনোনয়নে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এর থেকে বোঝা যায়কে রাজনীতি করছে। কে সত্যিকারের লড়াই করছে। প্রচারে নেই যশবন্ত এপ্রসঙ্গে তিনি বলেন….. যশবন্ত সিনহা নিজে নানা রাজ্যে যাচ্ছেন। অথচ এরাজ্যে আসেননি। ওনার পার্টির অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। ইদ্রিস আলীর মন্তব্য প্রসঙ্গে নিয়ে তিনি বলেন…… ইদ্রিস আলি বলেছেন, দেশে মোদির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হবে। এসব উন্মাদের কথা। গোটা দেশ হাসছে। উনি সম্ভবত বাংলার কথা বলতে চেয়েছেন। রাস্তায় রাস্তায় ধরনা চলছে। গুলি বোমা বন্দুক চলছে।

    নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

    Barasat post office বারাসাত ডিভিশন সব পোস্ট অফিসে চালু করল নতুন গ্রাহক পরিষেবা কেন্দ্র।

    কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মাতা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ।

    হাওড়া থেকে অমরনাথ যাত্রায় যাওয়া তিন মহিলা নিখোঁজ কোনরকম সন্ধান পাচ্ছেন না বাড়ির লোকেরা।

    নন্দীগ্রামে জনসংযোগ শশক্তিকরণ যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

    MORE NEWS – দুই বন্ধুর ছিনতাইয়ের ছক ব্যর্থ করলো মালদহের চাঁচল থানার পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ ধৃত এক দুষ্কৃতী।

    দুই বন্ধুর ছিনতাইয়ের ছক ব্যর্থ করলো মালদহের চাঁচল থানার পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ ধৃত এক দুষ্কৃতী। পুলিশ জানায়, ধৃতের নাম মেরাজুল হক(৩২)বাড়ি জালালপুর অঞ্চলের কৃষ্ণপুর এলাকায়। উৎসবের মরশুমে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন দুই বন্ধু।পরিকল্পনা ছিল এলাকায় লুট চালানোর।সেই মতো প্রায় ১০ কিমি দূরে আরেক বন্ধুর বাড়িতে কষা হচ্ছিল ছক।কুখ্যাত দুস্কৃতির আসর বসেছে বন্ধুর বাড়িতে টের পেয়ে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক বন্ধু পালিয়ে গেলেও একজন পুলিশের খপ্পরে পড়ে। মঙ্গলবার সাতসকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার প্রত্যন্ত গ্রামে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments