More
    Homeখবরপার্কিংয়ে থাকা আস্ত একটি বাস চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল...

    পার্কিংয়ে থাকা আস্ত একটি বাস চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী।

    মালদা:- পার্কিংয়ে থাকা আস্ত একটি বাস চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। মালদা শহরের রবীন্দ্র ভবন এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, মালদা কলকাতা গামী একটি দূরপাল্লার স্লিপার বাস পার্কিং করে রাখা ছিল মালদা শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন একটি পেট্রোল পাম্পে। বাসের মধ্যে ঘুমাচ্ছিলেন চালক ও অন্যান্য পরিবহন কর্মীরা। আজ রাতে বাসটি মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিত। এদিন গাড়ির মধ্যে যখন চালকেরা ঘুমিয়ে ছিলেন সে সময় এক দুষ্কৃতী গাড়িতে উঠে ছিনতাই করার চেষ্টা করে। হঠাৎ বাসটি চলতে থাকায় ঘুম ভেঙে যায় চালক এর। চালক বাস থামাতে বললে প্রাণে মারার হুমকি দেয় ওই দুষ্কৃতী। তারপরে গাড়ির চালক চিৎকার শুরু করলে গাড়িটি রবীন্দ্রভবন সংলগ্ন ট্রাফিক সিগনালে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আটকায়। সেখানে হাতেনাতে ধরা পড়ে দুষ্কৃতী। এরপর তাকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

    পার্কিংয়ে থাকা আস্ত একটি বাস চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী।

    MORE NEWS – ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ার কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের বিরুদ্ধে।

    মালদা:- ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ার কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আহত সিভিক ভলেন্টিয়ার মোঃ শহিদুর রহমান (৩০) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাড়ি কালিয়াচক থানার কাশিমনগর মন্ডল পাড়া এলাকায়। পুলিশ সূত্রে আরো জানা যায় প্রত্যেক দিনের মতো গতকাল রাতেও নওদা যদুপুর এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিউটি করছিলেন। গভীর রাতে ৭ থেকে ৮ জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে ব্যাংকে ছিনতাইয়ের চেষ্টা করে। সেই সময় কর্মরত ওই ভলেন্টিয়ার বাধা দিতে গেলে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। CONTINUE READING

    বারাসাত জেলাশাসক দপ্তরে CITU, INTUC সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমুহের আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।

    পরীক্ষার দিনই কন্যা-সন্তানের জন্ম দিল মাধ্যমিক পরীক্ষার্থী, সদ্যোজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পরীক্ষা দিচ্ছে মা, বাহবা সকলের

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments