More
    Homeখবরপূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কুদিতে বড়ো পান মার্কেট।

    পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কুদিতে বড়ো পান মার্কেট।

    Today Kolkata:- পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কুদিতে এই জেলার মধ্যে বড়ো পান মার্কেট হয় বৃহস্পতিবার ও রবিবার। এখানে থেকে বিভিন্ন রাজ্য ও দেশের বাইরে থেকে পান আনতে আসেন অনেক ব্যাবসায়ী। প্রায় ৫ হাজারের বেশি পান চাষী ও খড়িয়ারা এখানে ব্যবসা করেন। কিন্তু আড়ৎ দাররা নির্দিষ্ট পান বিক্রির একটা সময় নির্ধারণ করে দেন, ফলে চাষীরা ক্ষুব্ধ হয়ে আজকে পথ অবরোধ করে। কারণ নির্দিষ্ট সময়ের আগে অনেক চাষী মার্কেটে উপস্থিত হতে পারেন না ফলে পান নষ্ট হয় । ও কম দাম পান বিক্রি করতে হয় আড়ৎ দারদের, তাই চাষীদের দাবি মার্কেটে কোনো নির্দিষ্ট সময় করা যাবে না চাষিরা সময় মতো এসে পান বিক্রি করবেন। প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর প্রশাসনের সহযোগিতায় অবরোধ উঠে। চাষীদের আশ্বাস দেওয়া হয় আগামী বৃহস্পতিবারের মধ্যে এর সুষ্ঠু সুরাহা করা হবে। যদি উপযোগী কোনো ব্যবস্থা না হয় তাহলে আগামীদিনে চাষিরা আরো বড়ো আন্দোলনে যাবেন বলে জানান।

    পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কুদিতে বড়ো পান মার্কেট।

    MORE NEWS – পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মালদা জেলা সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।

    মালদা, ১০ এপ্রিল:- পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মালদা জেলা সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় এই মেলার। রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ মালদা শহরের হিন্দি স্কুল ময়দানে আয়োজন করা হয় মেলার। করোনা আবহে প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল বিভিন্ন মেলা। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয়। ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। বিকেল ৪ থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা। বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে মেলায় অংশ নেন। CONTINUE READING

    অবশেষে গ্রেপ্তার মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলম।

    বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বালুরঘাট পৌরসভা।

    বারুইপুরে প্রোমোটার খুনের ঘটনার 50 দিনের মাথায় তদন্তে সিআইডি।

    আজ সল্টলেকের এম, পি, এম, এল, এ- কোর্টে এলেন মুকুল রায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments