More
    Homeখবরবড়ঞায় খুনের ঘটনায় ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে...

    বড়ঞায় খুনের ঘটনায় ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করল বড়ঞা থানার পুলিশ।

    Today Kolkata :- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে শুক্রবারের দিন বিকেলে পণের দাবিতে শাশুড়িকে খুনের ঘটনায় বড়ঞা থানার পুলিশ এ মোহাম্মদ মেজবাও সালেহী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত এ মোহাম্মদ মেজবাও সালেহীকে শনিবার 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করে বড়ঞা থানার পুলিশ। দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে কান্দি মহকুমা আদালতে পেশ করলে কান্দি মহকুমা আদালতে বিচারক সৈকত সরকার সমস্ত দিক বিচার করে পাঁচদিনের পুলিশ হেফাজতে মঞ্জুর করেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্রকুমার মিশ্র। বড়ঞায়

    বড়ঞায় খুনের ঘটনায় ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করল বড়ঞা থানার পুলিশ।

    MORE NEWS – মাত্র 18000 টাকা ব্যয়ে ব্যাটারিচালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিলো ভরতপুরের এক যুবক।

    মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত বিনোদিয়া গ্রামের এক ইস্পাত মিস্ত্রি মাত্র 18000 টাকা ব্যয়ে একটি ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিল। দীপঙ্কর হাজরা নামের ওই যুবক দীর্ঘদিনের প্রচেষ্টায় এই সাইকেল বানিয়েছে, দীপঙ্কর জানিয়েছে পেট্রোপণ্যের অত্যাধিক মূল্যবৃদ্ধি কারণে ব্যাটারিচালিত এই সাইকেল অত্যন্ত কম খরচে চলবে। ব্যাটারি চালিত এই সাইকেল বানানোর পর গ্রামবাসীদের প্রশংসা কুড়িয়েছে দীপঙ্কর। আগামীতে আরো ভালো সাইকেল বানানোর পরিকল্পনা রয়েছে দীপঙ্করের তবে সরকারি সাহায্য পেলে আরো ভালো সাইকেল বানাতে পারবে বলে আশা দীপঙ্কর হাজরা।

    MORE NEWS – ক্রমশ আরো বাড়ছে গরম, বৃষ্টি হবে কিনা তার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

    আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, শীতে এবার ভুগিয়েছে বৃষ্টি। তবে আপাতত সে বিদায় নিয়েছে। মার্চ মাসের দিন যত এগোচ্ছে ততোই অস্বস্তিকর গরম বাড়ছে রাজ্যে। মার্চের দ্বিতীয় সপ্তাহে গরমের অস্বস্তিতে নাজেহাল হবে বঙ্গবাসী। তবে আস্তে আস্তে গ্রীষ্ম জানান দিতে শুরু করেছে। মার্চের প্রথম দিকে হালকা শীতের আমেজ থাকলেও যতদিন এগোচ্ছে তত গ্রীষ্মের দহন বাড়ছে। আর এটাই আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই এই রাজ্যে।

    বারাবনিতে বিজেপিতে ভাঙ্গন পাঁচটি পরিবারের সদস্যরা বিজেপি ছেঁড়ে তৃণমূলে যোগ দিলো ব্লক সভাপতির হাত ধরে।

    বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর জহুর হকার্স মার্কেটে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments