More
    Homeখবরবারাবনিতে বিজেপিতে ভাঙ্গন পাঁচটি পরিবারের সদস্যরা বিজেপি ছেঁড়ে তৃণমূলে যোগ দিলো ব্লক...

    বারাবনিতে বিজেপিতে ভাঙ্গন পাঁচটি পরিবারের সদস্যরা বিজেপি ছেঁড়ে তৃণমূলে যোগ দিলো ব্লক সভাপতির হাত ধরে।

    বারাবনি:- পানুডিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোলকেয়ারী গ্রামের পাঁচটি পরিবারের সদস্যরা সরোজ ঘোষের নেতৃত্বে বিজেপি ছেঁড়ে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই যোগাদান প্রসঙ্গে তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ বলেন ঘরের ছেলেরা ঘরে ফিরে এলো,এরা বিধানসভা নির্বাচনের আগে ভুল বুঝে ও প্রলোভনে পা দিয়ে বিজেপি দলে চলে গিয়েছিলো,এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে তাই আজ বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে ফিরে এলো।তাদের সবাইকে দলে স্বাগতম। এই প্রসঙ্গে সদ্য তৃণমূলে যোগ দান করা সদস্য সরোজ ঘোষ বলেন লোভে ও ভুল বুঝে তৃণমূল ছেঁড়ে বিজেপি চলে গিয়েছিলাম কিন্তু এখন চোখ খুলে গেছে, উন্নয়ন যদি কেউ করতে পারে সে হলো তৃণমূল তাছাড়া আর কোনো দল নয় তাই আজ আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তৃণমূলে থাকব। বারাবনিতে বিজেপিতে ভাঙ্গন

    বারাবনিতে বিজেপিতে ভাঙ্গন পাঁচটি পরিবারের সদস্যরা বিজেপি ছেঁড়ে তৃণমূলে যোগ দিলো ব্লক সভাপতির হাত ধরে।

    MORE NEWS – প্রতিবেশী মহিলাকে ভিন রাজ্যে কাজে নিয়ে গেছিলেন অপর এক প্রতিবেশী ব্যক্তি।

    মালদা, ১২ মার্চ:- প্রতিবেশী মহিলাকে ভিন রাজ্যে কাজে নিয়ে গেছিলেন অপর এক প্রতিবেশী ব্যক্তি। আর এই ঘটনাটি জানতে পেরে ওই ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠলো মহিলার আত্মীয়দের বিরুদ্ধে। জখম ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বিরামপুর এলাকার গাজিয়াপাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তির নাম রবিউল শেখ (৩৫)। প্রতিবেশী এক পরিত্যক্তা মহিলাকে ভিন রাজ্যে কাজে নিয়ে গেছিলেন রবিউল। এরপর একমাস আগে দিল্লিতে কাজ করতে যাওয়া রবিউল ওই মহিলাকে সেখান থেকেই ট্রেনে করে মালদার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। ওই মহিলা তার বাবার বাড়ি ফিরতেই সমস্ত বিষয়টি জানতে পেরে উত্তেজিত হয়ে উঠে তাদের আত্মীয়েরা। গত কয়েকদিন আগে রবিউল দিল্লি থেকে কাজ করে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর এই শুক্রবার রাতে রবিউলের ওপর হামলা চালায় ওই মহিলার দুই ভাইসহ পরিবারের লোকেরা। কেন তাদের না জানিয়ে বাড়ির মহিলাকে ভিন রাজ্যে কাজে নিয়ে গিয়েছিলেন সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিউল ইসলামের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments