More
    Homeঅনান্যবিশিষ্ট সমাজসেবক অশ্বিনী কুমার সিংহ মহাশয় বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের সমর্থনে ধর্ণায় বসেছেন।

    বিশিষ্ট সমাজসেবক অশ্বিনী কুমার সিংহ মহাশয় বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের সমর্থনে ধর্ণায় বসেছেন।

    Today Kolkata:- ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে নবম – দশম এবং একাদশ – দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত অথচ চাকরিতে নিয়োগপত্র না পাওয়া শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের অনির্দিষ্টকালের জন্য ধর্ণা চলছে।আজ ধর্ণা মঞ্চে বিশিষ্ট সমাজসেবক অশ্বিনী কুমার সিংহ মহাশয় বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের সমর্থনে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের সাথে ধর্ণায় বসেছেন। গান্ধীমূর্তির পাদদেশ থেকে সরাসরি সমাজসেবক অশ্বিনী কুমার সিংহ মহাশয় এবং ধর্ণা মঞ্চের স্টেট কো-অর্ডিনেটর সুদীপ মন্ডলের বক্তব্য তুলে ধরা হল।

    বিশিষ্ট সমাজসেবক অশ্বিনী কুমার সিংহ মহাশয় বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের সমর্থনে ধর্ণায় বসেছেন।

    E-Riska দিনে এবং রাতে দুই রঙের টোটো এবং ই- রিক্সা বিভক্ত করে দিল্লি মডেলের আদলে চলবে না মালদায়।

    Shantipur Lebutala এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ ঘটনাটি শান্তিপুর লেবুতলা পাড়া এলাকার।

    MORE NEWS – শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান কে সফল করতে একটি বিশাল মিছিল এর আয়োজন করা হয়।

    পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ মেদিনীপুর সদর ব্লক, ২২৮ খড়্গপুর গ্ৰামীন বিধানসভা তৃনমূল কংগ্রেস এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান কে সফল করতে একটি বিশাল মিছিল এর আয়োজন করা হয়। সদর ব্লকের মাইতি গোলা থেকে মিছিল শুরু করে চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে জামতলা বাজারে শেষ হয়। মিছিল শেষে জামতলা বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রত্যেক বক্তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে ধর্মতলার শহীদ দিবস কে সফল করতে হবে বলে বার্তা দেন। CONTINUE READING

    MORE NEWS – কেন্দ্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, যুব সভাপতি এর উদ্যোগে আশাপুরে পথ মিছিল।

    কেন্দ্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং একুশে জুলাই শহীদ সমাবেশ সফল করতে ব্লক২ যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন এর উদ্যোগে আশাপুরে পথ মিছিল বের করে। তৃণমূল কংগ্রেসের নির্দেশে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে প্রত্যেক অঞ্চলে প্রস্তুতি মিছিলের আয়োজন করা হয়। তার পাশাপাশি এদিন মাথুর অঞ্চলে আশাপুর তৃণমূল কংগ্রেসের উদ‍্যোগে ঠাকুর তোলা থেকে আশাপুর মোড় পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যোমূল্য বৃদ্ধি ও ২১ শে জুলাই ধর্মতলায় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শহীদ স্মরণ সভা উপলক্ষে এক মিছিলের আয়োজন করা হয়। CONTINUE READING

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments