More
    Homeখবরব্যক্তিগত কারণে অনুপস্থিত , আইনজীবীকে পাঠিয়ে সিবিআই হাজিরা এড়ালেন ‘কালীঘাটের কাকু’ সুজয়...

    ব্যক্তিগত কারণে অনুপস্থিত , আইনজীবীকে পাঠিয়ে সিবিআই হাজিরা এড়ালেন ‘কালীঘাটের কাকু’ সুজয় কৃষ্ণ ভদ্র।

    Today Kolkata:- সশরীরে সিবিআই (CBI) হাজিরা এড়ালেন ‘কালীঘাটের কাকু’ সুজয় কৃষ্ণ ভদ্র। নথিপত্র সহ নিজাম প্যালেসে পাঠালেন তাঁর আইনজীবীকে। জানান, সোমবার কিছু ব্যক্তিগত কারণে সুজয় বাবু সশরীরে সিবিআই দপ্তরে আসেননি। তবে নথিপত্র নিয়ে সিবিআইয়ের (CBI) তলবে নিজাম প্যালেসে যান তাঁর আইনজীবী। শোনা যাচ্ছিল , স্ত্রী এবং মেয়ের ব্যাংকের নথিপত্র তলব করেছিল সিবিআই। তবে আইনজীবীর দাবি, ‘কালীঘাটের কাকু’র ব্যাংকের নথিপত্র শুধুমাত্র তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

    ব্যক্তিগত কারণে অনুপস্থিত , আইনজীবীকে পাঠিয়ে সিবিআই হাজিরা এড়ালেন ‘কালীঘাটের কাকু’ সুজয় কৃষ্ণ ভদ্র

    নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি (Gopal Dalapati) এবং তাপস মণ্ডল ‘কালীঘাটের কাকু’র নাম প্রকাশ্যে আনেন। দাবি করেন, ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের টাকা পাঠাতে হত বলেই তাঁর কাছে জানান কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। পরে রাজ্যের বিরোধী দলনেতার টুইটেও উঠে আসে ‘কালীঘাটের কাকু’র প্রসঙ্গ। তদন্তকারীদের স্ক্যানারে চলে আসেন সুজয় প্রসাদ। তাঁকে ইতিমধ্যেই জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সোমবার তাঁকে তলব করেছিল সিবিআই। তবে এদিন সিবিআই (CBI) হাজিরা এড়ালেন সুজয় বাবু।

    ব্যক্তিগত কারণে অনুপস্থিত , আইনজীবীকে পাঠিয়ে সিবিআই হাজিরা এড়ালেন ‘কালীঘাটের কাকু’ সুজয় কৃষ্ণ ভদ্র।

    MORE NEWS – পঞ্চায়েতের আগে বহুমুখী চ্যালেঞ্জ, জেলাওয়াড়ি বৈঠক মমতার, ম্যারাথন জনসভা অভিষেকের।

    পঞ্চায়েত প্রস্তুতিতে জোড়া পদক্ষেপ তৃণমূলের। শুক্রবার করে জেলাওয়াড়ি বৈঠক মমতার। অন্যদিকে টানা জেলা সফর সেকেন্ড ইন কমান্ড অভিষেকের। দুর্নীতির অভিযোগ , সংখ্যালঘু ভোটের মুখ ফেরানো নিয়ে জল্পনা , গোষ্ঠীদ্বন্দ্ব , বিরোধীদের অলিখিত আঁতাতের সম্ভাবনা সব মিলিয়ে পঞ্চায়েতের আগে বহুমুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে শাসক তৃণমূল (Trinamool Congress)। সংগঠনকে সাজাবেন খোদ মমতা (Mamata Banerjee) , জেলায় জেলায় যেখানে বিরোধী দলগুলোর প্রভাবে রয়েছে , সেই সব জায়গায় এখন থেকেই ম্যারাথন প্রচারে নামছেন অভিষেক (Abhishek Banerjee)। পিছিয়ে থাকা জেলা দিয়েই এপ্রিল জুড়ে সভা শুরু করবেন অভিষেক বন্দোপাধ্যায়। CONTINUE READING

    Ayan Sil নিয়োগ দুর্নীতি চক্রের আরেক চরিত্র অয়ন শীল, অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার ২০১২ টেটের নথি, খবর ED সূত্রে।

    Weather North South উত্তর ও দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা , বুধবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

    Dalian rake ট্রায়াল চলছিল, যাত্রী পরিষেবার জন্য সবুজ সংকেত , অবশেষে ট্র্যাকে এল বহু প্রতীক্ষিত ডালিয়ান রেক।

    Chengiz এই প্রথম হিন্দি এবং বাংলা ভাষায় একসঙ্গে মুক্তি , ইদে মুক্তি পাচ্ছে জিতের ‘চেঙ্গিজ’।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments