More
    Homeখবরশিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভার সম্ভাবনাকে কেন্দ্র করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সরেজমিনে পরিদর্শন প্রশাসনিক শীর্ষ...

    শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভার সম্ভাবনাকে কেন্দ্র করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সরেজমিনে পরিদর্শন প্রশাসনিক শীর্ষ কর্তাদের।

    Today Kolkata:- শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভার সম্ভাবনাকে কেন্দ্র করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সরেজমিনে পরিদর্শন প্রশাসনিক শীর্ষ কর্তাদের। শনিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সভাকে কেন্দ্র করে সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী ও জেলা শাসক এস পূণ্নম বল্লাম। আগামী ২১শে ফেব্রুয়ারি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার সম্ভাবনা সামনে আসছে।

    বিভিন্ন প্রশাসনিক দপ্তর সূত্রে মেলা খবরে ভিত্তিতে জানা যাচ্ছে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমিহীন মানুষদের ভূমির অধিকার পাট্টা তুলে দিতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শিলিগুড়ি সফর থেকে। ইতিমধ্যে পাহাড়ে দ্রুত-পাট্টা প্রদানের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর চলতি সফরে পাহাড়বাসি এবং চা শ্রমিকদের হাতে তুলে দেওয়া হতে পারে ভূমির অধিকার স্বরূপ পাট্টা, সে ইঙ্গিত স্পষ্ট করেন জিটিএ সিইও অনিত থাপা।

    শনিবার মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণ সরজমিনে খতিয়ে দেখেন দার্জিলিং জেলাশাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ জেলা প্রশাসনিক এবং পুলিশ কর্তারা। এদিন মঞ্চ বাধাই থেকে খুঁটিনাটি নিরাপত্তা জনিত বিষয়গুলি ঝালিয়ে নেন। স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা হলে কিভাবে হেল্কার রোড এবং সেবক রোডের ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে ওই শিলিগুড়ি পুলিশ কমিশনার এবং জেলা শাসক ট্রাফিক ডিসিপি অভিষেক গুপ্তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

    শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভার সম্ভাবনাকে কেন্দ্র করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সরেজমিনে পরিদর্শন প্রশাসনিক শীর্ষ কর্তাদের।

    কোন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, একটাই নাম পশ্চিমবঙ্গ। কোন সমস্যা থাকলে কোন অভিযোগ থাকলে সরাসরি এক ডাকে অভিষেক।

    Coochbihar বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যু, নিহত যুবকের মাকে নিজের রুমাল দিয়ে চোখ মুছলেন অভিষেক৷

    Weather Bengal আগামী সপ্তাহে বুধবারের পর থেকে পারদ ক্রমশ উর্ধ্বমুখী, কার্যত শীতের বিদায়।

    MORE NEWS – ‘অমূল্য রতন’-ই বটে, লিথিয়ামের খনির সন্ধানে বদলে যাবে দেশের ভবিষ্যৎ! প্রভাব নাগরিক জীবনেও।

    জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় লিথিয়ামের ভান্ডারের হদিস পাওয়া গিয়েছে। জম্মু ও কাশ্মীরের (Jambu & Kashmir) রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় লিথিয়ামের ভান্ডারের হদিস পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রথম বার লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে দেশে। তা-ও আবার কম পরিমাণ নয়। ৫৯ লক্ষ টন লিথিয়াম পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় খনিজ মন্ত্রক। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments