More
    Homeখবরহিলিতে বর্ডার সিকিউরিটি ফোর্স দ্বারা আয়োজিত হল ফটো এক্সিবিশন 2022।

    হিলিতে বর্ডার সিকিউরিটি ফোর্স দ্বারা আয়োজিত হল ফটো এক্সিবিশন 2022।

    Today Kolkata :- প্রতিবছরের মতো এবছরও 9 মার্চ হিলিতে বর্ডার সিকিউরিটি ফোর্স এর দ্বারা ফটো এক্সিবিশন এর আয়োজন করা হয়। হিলি ওয়ার মেমোরিয়াল এর কাছে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিএসএফের বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ আধিকারিক রা উপস্থিত ছিলেন। বর্ডার সিকিউরিটি ফোর্স পরিবারের বিভিন্ন শ্রেণীতে পাঠরত ছাত্র ছাত্রীরা ছিলেন।
    পাশাপাশি পরিবারের বিভিন্ন সদস্য এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন। 1971 এর ইন্দো পাকিস্তান যুদ্ধের বিভিন্ন বীরগাথা এবং শহীদদের জীবনী বিষয়ে অনেক কিছু জানানো হয়। এবং তাদের বীরত্বের কথা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয়।
    এর পাশাপাশি যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সম্পর্কেও ধারণা দেওয়া হয়। এছাড়াও এক্সিবিশনে বিএসএফ দের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ছুঁয়ে দেখবার এবং খুব কাছে থেকে দেখবার সুযোগ হয় ছাত্র-ছাত্রীদের। এক্সিবিশনে অনুষ্ঠান আয়োজন করতে পেরে বিএসএফ কর্তৃপক্ষের যেমন খুশি। ঠিক তেমনি এত সুন্দর ফটো এক্সিবিশনে অংশগ্রহণ করতে পেরে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা ও আনন্দিত।

    হিলিতে বর্ডার সিকিউরিটি ফোর্স দ্বারা আয়োজিত হল ফটো এক্সিবিশন 2022।

    MORE NEWS – বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি।

    মালদাঃ- বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি। অগ্নিকাণ্ডটি ঘটেছে শুক্রবার রাত সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের বৈজনাথপুর গ্রামে। ঘটনা স্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। এই নিয়ে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন পিতা সায়েদ আলি ও তার পাঁচ ছেলে হাসেন আলি, হুসেন আলি, এক্রামূল হক, নাজিমূল হক ও বাদল আলি। তবে আগুনে হতাহতের কোনো খবর না থাকলেও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে পাঁচ ভাইয়ের মোট ২৪ টি বাড়ি, তিনটি গোবাদি পশু, পাঁচটি বাইক, আসবাবপত্র,নগদ টাকা,অলঙ্কার এবং বাড়িতে মজুত রাখা শস্য,জমির দলিল ও ঘরের টিন সহ প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।

    পরিবার সূত্রে জানা যায় বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় সিলিন্ডার ফেটে আচমকাই আগুন ধরে যায় রান্না ঘরে। এরপরেই চোখের নিমেষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। একেরপর এক আগুন লেগে যায় আরও ২৩টি বাড়িতে। পাঁচ ভাইয়ের বাড়ি গ্রামের বাইরে ফাঁকা মাঠে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে এলাকার বিশেষ কেউ হাত লাগাতে পারেনি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments