More
    Homeখবর১ই এপ্রিল থেকে রাজ্যে শুরু দুয়ারে সরকার প্রকল্প

    ১ই এপ্রিল থেকে রাজ্যে শুরু দুয়ারে সরকার প্রকল্প

    Today Kolkata:-  ১ই এপ্রিল থেকে রাজ্যে শুরু দুয়ারে সরকার প্রকল্প। আবারও দু’দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে ‘দুয়ারে সরকার’ প্রকল্প।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোট ৩২ টি সরকারি প্রকল্পের কাজ হবে আসন্ন ‘দুয়ারে সরকার’ শিবিরে। যার মধ্যে উল্লেখযোগ্য – খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, রূপশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্প। ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে জনসংযোগ ও আবেদনপত্র গ্রহণের কাজ। আর  ১১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট এবং প্রয়োজনীয় নথিপত্র। এর মধ্যে ছুটির দিন এবং রবিবারে কোনও শিবির হবে না।

     

    পঞ্চায়েত ভোটের আগে ফের ‘দুয়ারে সরকার’ শিবির রাজ্যে। এপ্রিলের ১ তারিখ থেকে দশদিন চলবে শিবির। একাধিক সরকারি প্রকল্পের কাজ চলবে তার পরবর্তী ১০ দিন। অর্থাৎ ১ এপ্রিল থেকে ২০ তারিখ পর্যন্ত দু’দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। ২০ তারিখই শেষ হবে ‘দুয়ারে সরকার’। বৃহস্পতিবার নবান্ন
    থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

    Manish Kothari দীর্ঘক্ষণ জেরা, বয়ানে অসঙ্গতি, গরু পাচার মামলায় গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের হিসারক্ষক মণীশ কোঠারি।

    প্রসঙ্গত,দুয়ারে সরকার হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক, বিবিধ প্রচারমূলক কর্মসূচির মাধ্যমে রাজ্যবাসীদের দোরগোড়ায় পরিষেবা এবং কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য চালু করা একটি প্রকল্প। এটি ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস পূর্বে, ১লা ডিসেম্বর, ২০২০ নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন। দুয়ারে সরকারের শিবিরগুলি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে সংগঠিত হয়ে থাকে। এই কর্মসূচিগুলি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য আবেদনপত্র প্রদান এবং সংগ্রহকার্যের জন্য একটি দপ্তর হিসাবে কাজ করার পাশাপাশি বেশ কিছু নির্দিষ্ট পরিষেবাগুলির জন্য পরিষেবা প্রদানকারী হিসাবেও কাজ করে। ১ই এপ্রিল

     

    MORE NEWS – “কারোও কাছ থেকে কোন টাকা পয়সা নেননি” – তাপস – কুন্তলের অভিযোগ খারিজ কালীঘাটের কাকুর সুজয় ভদ্রর।

    তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, গোপাল দলপতি – প্রত্যেকেই কালীঘাটের কাকুর কথা উল্লেখ করেছিলেন। এই কালীঘাটের কাকু আদতে বেহালার বাসিন্দা। তার মোট ছটি কোম্পানি রয়েছে। তার মধ্যে যেমন’সলিটায়ার প্লেসমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড’। কাকু নিজেই ডিরেক্টর ছিলেন। যেটি এখন বন্ধ রয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments