More
    HomeখবরCAA ’র কথা বলে মতুয়াদের অপমান করছে বিজেপি, নাগরিকত্ব ইস্যুতে কটাক্ষ অভিষেকের।

    CAA ’র কথা বলে মতুয়াদের অপমান করছে বিজেপি, নাগরিকত্ব ইস্যুতে কটাক্ষ অভিষেকের।

    Today Kolkata:- CAA ’র কথা বলে মতুয়াদের অপমান করছে বিজেপি। মতুয়া গড়ে দাঁড়িয়ে নাগরিকত্ব ইস্যুতে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, বিজেপি সিএএ-র নামে মানুষকে বিভ্রান্ত করছে। ভুল বোঝানো হচ্ছে।

    রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) পাখির চোখ করে এগোচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মতুয়া অধ্যুষিত রানাঘাটের মিলন মন্দিরের ময়দানের জনসভায় এসে তথা বিজেপিকে (BJP) বিধলেন তিনি। এলাকার উন্নয়নের ধারাকে বজায় রাখতে পরিযায়ী পাখিদের ওপর ভরসা না করে ঘরের ছেলেদের শাসন করার কথাই উঠে এসেছে সংসদের গলায়।

    প্রসঙ্গত , বিগত দিনগুলিতে অর্থাৎ গত লোকসভা (Loksova Election)ও বিধানসভা নির্বাচনে (Bidhansova Election) নদিয়ার (Nadia) রানাঘাট উত্তর ২৪ পরগনার বনগাঁ সহ মতুয়া অধ্যুষিত এলাকায় একেবারেই ছাপ ফেলতে পারেনি তৃণমূল (TMC) , আর প্রভাব পড়েছিল ভোট বাক্সে। সে কারণেই এবার কৌশলে মতুয়া অধ্যুষিত এলাকা থেকেই রাজ্য পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) লড়াইয়ের বার্তা দিতে চাইলেন তৃণমূল সাংসদ (TMC MP)।

    CAA ’র কথা বলে মতুয়াদের অপমান করছে বিজেপি, নাগরিকত্ব ইস্যুতে কটাক্ষ অভিষেকের।

    “সীমান্ত রক্ষায় শুধু কেন্দ্র নয় , রাজ্যের ভূমিকাও থাকা চাই’’ , বৈঠকে সাফ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    আপাতত জারি হচ্ছে না পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর এমনই মত রাজনৈতিক মহলের।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু , দিলীপ বাণে বিদ্ধ শুভেন্দু , বঙ্গ বিজেপিতে প্রকট গোষ্ঠীকোন্দল।

    “তৃণমূল কংগ্রেস করে খাওয়ার জায়গা নয় , পছন্দ না হলে দরজা খোলা আছে” : হুঁশিয়ারি অভিষেকের।

    MORE NEWS – উড়িষ্যার জন্য কেন্দ্রের আর্থিক সাহায্য , বাংলার ক্ষেত্রে বঞ্চনা ? অমিত শাহের কাছে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।

    ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে যোগ দিতে রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নবান্নের (Nabanna) সভাঘরে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর (Chief Minister) ঘরে ১০ থেকে ১৫ মিনিট আলাদা করে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister)। সূত্রের খবর , কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা দিয়ে দেওয়ার জন্য অমিত শাহের হাতে একটি স্মারকলিপি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে (Nabanna) ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অমিত শাহের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। CONTINUE READING 

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments