More
    Homeঅনান্যArpita Mukherjee অর্পিতার নামে থাকা কোম্পানির ৮ অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি।

    Arpita Mukherjee অর্পিতার নামে থাকা কোম্পানির ৮ অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি।

    Today kolkata:- এ যেন কুবেরের ধন লুকানো। খুড়তেই সব বেড়িয়ে আসছে। এবার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামে থাকা কোম্পানির আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি। ইতিমধ্যে এই ব্যাঙ্ক একাউন্ট ঘিরে রহস্য দানা বেঁধেছে। অবশ্য একের পর এক পাহাড় প্রমাণ যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে, তাতে দানা বাঁধাটাই স্বাভাবিক।
    কী আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে? মনে করা হচ্ছে, ওই অ্যাকাউন্টগুলি থেকেও উদ্ধার হতে পারে বিপুল পরিমাণ টাকা। অবশ্য শুধু অর্পিতার নয়, খতিয়ে দেখা হচ্ছে পার্থর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলও। অর্পিতার নামে বেশ কয়েকটি ছদ্ম সংস্থা রয়েছে বলেও জানতে পেরেছে ইডি। সেই সংস্থাগুলির আটটি অ্যাকাউন্টই ফ্রিজ করা হয়েছে।

    এদিকে ইডি আধিকারিকরা অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের সময় বলেন, তাঁর বাড়ি থেকে অর্থাৎ দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এছাড়াও রয়েছে সোনা দানা, একাধিক জমি বাড়ির দলিল। সেই কথা শুনেই কার্যত অবাক হয়ে যান অর্পিতা। তিনি বলেন, তাঁর ফ্ল্যাটে এত টাকা আছে, তিনি জানতেন না। তখন ইডি আধিকারিকরা পাল্টা প্রশ্ন করায় তিনি দাবি করেছেন, তাঁর ওই নির্দিষ্ট ঘরগুলিতে যাতায়াত করা নিষেধ ছিল। তাই তিনি জানতেনই না তাঁর বাড়িতে এই বিপুল পরিমাণ অর্থ মজুত করা হয়েছিল। তবে এই দুর্নীতি মামলার তদন্ত যতই এগোচ্ছে ইডির হাতে আসছে একের পর এক নতুন তথ্য। শুক্রবার নতুন করে জল্পনা শুরু হয় পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার আগে ও পরে হাসপাতাল থেকে বার হওয়ার সময় করা মন্তব্য নিয়ে। অর্পিতা মুখোপাধ্যায়ের কান্নায় ভেঙে পড়া নিয়েও চলে জল্পনা।

    Arpita Mukherjee অর্পিতার নামে থাকা কোম্পানির ৮ অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি।

    Dharna 500 days ধরনার ৫০০দিন পার, চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক।

    Avishek Banerjee নোট বাতিলের পরও এত কালো টাকার দায় অর্পিতার মতো কেন্দ্রেরও, অভিষেক।

    Nimtala নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন

    তার মধ্যেই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের বিষয়ে পাওয়া যায় নতুন এক তথ্য। সেখানে বলা হয় একটি ফ্ল্যাটের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি টেক্সটাইল সংস্থার নাম। সেই কারণে টেক্সটাইল সংস্থার বিষয়েও এখন খোঁজ খবর শুরু করেছে ইডি। বিপুল অর্থের রহস্য ভেদ করতে টেক্সটাইল সংস্থারও যোগ থাকতে পারে বলে অনুমান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments