More
    Homeঅনান্যNimtala নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন।

    Nimtala নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন।

    Today kolkata:- শহরে ফের ঘটে গেল বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার সকাল ৯ টা ৪৫ মিনিট নাগাদ উত্তর কলকাতার নিমতলা (Nimtala) এলাকার দেবেন্দ্র রায় রোডে দমকল কেন্দ্রের কাছেই একটি কাঠের গুদাম আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। ইতিমধ্যেই ঘটনাস্থলের আশপাশে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। দমকল সূত্র খবর, এদিন সকালে গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে, আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয়। গুদামের ভিতর দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

    কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে এলাকায়। প্রয়োজনে আরও ইঞ্জিন আনা হতে পারে। ইতিমধ্যেই গুদামের নিকটবর্তী বাড়ি ও দোকান খালি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় জোড়াবাগান থানার পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে তাঁরা। খবর পেয়ে পরিস্থিতি পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও দমকল মন্ত্রী সুজিত বসু। উল্লেখ্য, এর আগেও নিমতলা দমকল অফিসের কাছেই একটি কাঠের গুদামে আগুন লেগেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    Nimtala নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন।

    Arpita Mukherjee অর্পিতার নামে থাকা কোম্পানির ৮ অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি।

    Jorhat Runway জোরহাটে রানওয়ে থেকে পিছলে গেল ইন্ডিগো-র কলকাতাগামী বিমানের চাকা, রক্ষা পেলেন যাত্রীরা।

    Avishek Banerjee নোট বাতিলের পরও এত কালো টাকার দায় অর্পিতার মতো কেন্দ্রেরও, অভিষেক।

    MORE NEWS – গাড়িতে চড়লেই মাথা ঘোরে, বমি পায়? সমস্যা দূর করতে জেনে নিন টিপস।

    পাহাড়ি এলাকায় বেড়াতে যেতে অনেকেই পছন্দ করেন। অনেকে আবার ইচ্ছে থাকলেও যেতে পারেন না। সেক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় তাঁদের কিছু শারীরিক সমস্যা। কারণ, বাস-ট্রাম-ট্যাক্সি একটু গতিতে চললেই অনেকের মাথা ঘোরে, বমি পায়। কিন্তু কেন এমন হয়? চিকিৎসকদের মতে, মানুষের শরীরের তিনটি অংশ গতি নির্ণয় করে। চোখ, অন্তঃকর্ণ ও ত্বক। এই তিনটি অংশকে বলে ‘সেনসরি রিসেপ্টর’। এরাই গতির অনুভূতি সরাসরি পাঠিয়ে দেয় আমাদের মস্তিষ্কে। এই তিন অংশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কোনও অসামঞ্জস্য ঘটলে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments