More
    Homeঅনান্যArup Biswas বার থেকে প্রতি মাসে বিদ্যুৎ পর্ষদের বিল, ইঙ্গিত মন্ত্রীর।

    Arup Biswas বার থেকে প্রতি মাসে বিদ্যুৎ পর্ষদের বিল, ইঙ্গিত মন্ত্রীর।

    Today kolkata:- রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিলের নিয়মে পরিবর্তন আসতে চলেছে। বুধবার বিধানসভায় এমনই ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিন মাস অন্তর বিল আসে রাজ্য বিদ্যুৎ পর্ষদের। এবার থেকে প্রতি মাসে বিল দেওয়ার রীতি চালু হতে চলছে বলে জানা গিয়েছে। এদিন বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, জনসাধারণের কাছে মতামত নেওয়া হয়েছিল তাঁরা কী চান, তিন মাস অন্তর বিদ্যুৎ বিল নাকি প্রতিমাসেই বিদ্যুৎ বিল। প্রতি মাসে বিল দেওয়ার পক্ষেই মত অধিকাংশের। তাই সিংহভাগ মানুষের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে মন্ত্রী এও জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।

    যদিও পরীক্ষামূলকভাবে কলকাতার ১১১/১১২/১১৩/১১৪ নং ওয়ার্ডের কিছু এলাকা বিদ্যুৎ পর্ষদের অধীন। সেই সব এলাকায় প্রতিমাসে বিল চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি বিদ্যুৎ চুরি আটকাতে এদিন বিধায়কদের কাছে সহযোগিতাও চাইলেন অরূপ বিশ্বাস। সেইসঙ্গে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের কারণে নানা বিপদ সম্পর্কে মানুষকে সতর্কতার আর্জি জানান বিদ্যুৎমন্ত্রী। প্রসঙ্গত, রাজ্য বিদ্যুৎ পর্ষদের গ্রাহকদের একাংশের অভিযোগ, ৩ মাস অন্তর বিল দেওয়ার ফলে তাঁদের উপর চাপ বাড়ে। আবার এতে বিদ্যুৎ বিল বেশি আসে বলেও অভিযোগ। বহুদিন ধরে প্রতিমাসে বিল চালু করার দাবি জানিয়ে আসছেন গ্রাহকদের সংগঠন। উল্লেখ্য, সম্প্রতি বিদ্যুৎ বিল নিয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সরবেড়িয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

    Arup Biswas বার থেকে প্রতি মাসে বিদ্যুৎ পর্ষদের বিল, ইঙ্গিত মন্ত্রীর।

    Asha Lakrha বঙ্গ বিজেপির দায়িত্ব পাওয়ার পর রাজ্য সফরে এসেই তৃণমূল সরকারকে তোপ আশার।

    Forest Department “Gajamitra” বন দফতরে ‘গজমিত্র’ নামে নতুন পদে ৬০০ কর্মী নিয়োগের ঘোষণা।

    Weather update saradin সারাদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল।

    Health care skin সানস্ক্রিন লাগানোর পরও কালো হয়ে যাচ্ছেন? এই নিয়মগুলি মেনে চলুন

    বিদ্যুৎ চুরির অপরাধে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা কড়া পদক্ষেপ নেয়। সংস্থার তরফে ক্ষতিপূরণ বিল পাঠানো হয়। অভিযোগ, তারপরই বিদ্যুৎ দফতরের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হানা দেয় কয়েকজন দুষ্কৃতী। দফতরের উপস্থিত সরকারি আধিকারিকদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ভাঙচুর চালান হয় পরিষেবা কেন্দ্রে। চারজন কর্মচারীকে বাইরে ডেকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিষেবা কেন্দ্রে ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন পর্ষদ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments