More
    HomeখবরAvishek Banerjee অস্ত্রোপচার হল অভিষেকের চোখে, ট্যুইটে বিরোধীদের নিশানা কুণালের।

    Avishek Banerjee অস্ত্রোপচার হল অভিষেকের চোখে, ট্যুইটে বিরোধীদের নিশানা কুণালের।

    Today Kolkata:- ফের চোখের অস্ত্রোপচার করাতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee)৷ দুবাইয়ের পর এবার আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হল তাঁর। প্রায় ৭ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। তাতে ঝুঁকি ছিল। তবে অপারেশন সফল হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার টুইট করে একথা জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে অভিষেকের এই অস্ত্রোপচার নিয়ে বিরোধীদের একহাত নিলেন কুণাল। এদিন নিজের টুইটার হ্যান্ডেল থেকে ‘যুবরাজে’র আঘাতপ্রাপ্ত সেই চোখের ছবি দিয়েছেন কুণাল। সেইসঙ্গে লিখেছেন, ‘কিছু লোক অভিষেকের চোখের চিকিৎসা এব‌ং অস্ত্রোপচার নিয়ে অমানবিকভাবে সমালোচনা করছিলেন।

    Avishek Banerjee কর্পোরেট সংস্থার ধাঁচে দলের নেতা-কর্মীদের কাজের রিপোর্ট চান অভিষেক। Avishek Banerjee নোট বাতিলের পরও এত কালো টাকার দায় অর্পিতার মতো কেন্দ্রেরও, অভিষেক।

    এবার তাঁদের ওঁর চোখের অবস্থা দেখা উচিত। অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছে। তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’ উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওই দুর্ঘটনায় বাঁ’চোখের নীচের হাড় ভেঙে যায় তাঁর। সেই থেকে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক৷ এই নিয়ে ৬ বার চোখ অপারেশন হল। এবার তাঁর সেই রক্তমাখা লাল চোখের ছবি দিয়ে টুইটারে বিরোধীদের নিশানা করলেন কুণাল।

    Avishek Banerjee অস্ত্রোপচার হল অভিষেকের চোখে, ট্যুইটে বিরোধীদের নিশানা কুণালের।

    Sudip Bandhyapadhya vs Tapas Roy ডোবারম্যান মানুষ নয়, কুকুরই হয়!’ আক্রমণের সুরেই তাপসকে জবাব সুদীপের।

    Anubrata Mandal vs Shatabdi Roy অনুব্রতের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে সাক্ষ্য দিয়েছেন? যা বললেন শতাব্দীর।

    Weather update Bangapasagar বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, এক ঝলকে দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস।

    Super Cyclone Sitrang কালীপুজোর মধ্যে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন সিত্রাং।

    MORE NEWS – পরমাণু সাবমেরিন আরিহান্ত থেকে নিখুঁত টার্গেট মিসাইলের, সফল উৎক্ষেপণ ভারতের।

    পরীক্ষামূলকভাবে সাবমেরিন আইএনএস আরিহান্ত (Arihant submarine) থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। ক্ষেপণাস্ত্রটি নির্ভুল স্থানে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হয়েছে বলে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের কার্যকরি ও প্রযুক্তিগত সব রকমের মানদণ্ড সঠিক বলে জানানো হয়েছে। দেশের কাছে এটি অন্যতম মাইলফলক। এর আগেও জলের নীচে নির্দিষ্ট কোনও জায়গা থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। কিন্ত এই প্রথম কোনও সাবমেরিন থেকে মিসাইল উৎক্ষেপণ করা হল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments