More
    Homeঅনান্যBiman Bandhyapadhya কেমন আছেন’‌, বিধানসভার স্পিকারের মনে পড়ছে পার্থর কথা।

    Biman Bandhyapadhya কেমন আছেন’‌, বিধানসভার স্পিকারের মনে পড়ছে পার্থর কথা।

    Today Kolkata:- বিজয়া দশমীতে শুভেচ্ছা বিনিময়ের রীতি চলে আসছে বছরের পর বছর ধরে। কাছের সহকর্মী থেকেও তাঁকে শুভেচ্ছা জানানোর কোনও উপায় নেই। তাই মন কেমন করছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Bandhyapadhya)। আসলে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনের সম্পর্ক তাঁর। জানতে ইচ্ছে করে উনি কেমন আছেন। কিন্ত আইনগত কিছু কারণে তা সম্ভব হচ্ছে না। কারণ, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ জেলবন্দির অভিযোগে আপাতত জেলবন্দি। পুজোর পর শুক্রবারই প্রথম বিধানসভায় যান বিমান বন্দ্যোপাধ্যায়। সেই সময় সবার সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পর পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে আক্ষেপ করেন তিনি। তৃণমূল জমানার শুরু থেকেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই সময় পরিষদীয় মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

    Presidency Jail to Partho জেলের পুজোতেও অনুমতি মিলল না পার্থর।

    জানা যায়, বিধানসভা পরিচালনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে যথেষ্ট সখ্যতা ছিল। তাই পুজোর পর বিধানসভায় এসে দীর্ঘদিনের সহকর্মী পার্থর কথা মনে পড়ল বিমান বন্দ্যোপাধ্যায়ের। পুজোর পর বিধানসভায় এসে সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। এদিকে এ বছর পার্থ চট্টোপাধ্যায়ের দূর্গা পূজা কেটেছে একেবারে অন্য পরিবেশে। পুজো জেলেই কাটাতে হয়েছে তাঁকে। কিন্ত কবে যে পার্থ জেলের চার দেওয়াল থেকে বেরিয়ে আসতে পারবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ, ইডি এবং সিবিআইয়ের সাঁড়াশি চাপে নাজেহাল অবস্থা প্রাক্তন এই শিক্ষা মন্ত্রীর। চার্জশিটেও পার্থর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য পেশ করেছে ইডি। শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়ার খবর তিনি সংবাদপত্রে জেনেছেন।

    Biman Bandhyapadhya কেমন আছেন’‌, বিধানসভার স্পিকারের মনে পড়ছে পার্থর কথা।

    Avishek Banerjee অস্ত্রোপচার হল অভিষেকের চোখে, ট্যুইটে বিরোধীদের নিশানা কুণালের।

    নিয়ম অনুযায়ী, কোনও বিধায়ক বা মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে স্পিকারের অনুমতি নিতে হয়। কিন্ত এক্ষেত্রে তাঁর কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি বলে দাবি স্পিকারের। পার্থ গ্রেফতার হওয়ার পরই তাঁকে মন্ত্রিত্ব থেকে এমনকী, দলীয় সব পদ থেকে অপসারণ করা হয়েছে। তবে অভিযোগ যাই হোক না কেন, মুখে সরাসরি কিছু না বললেও দীর্ঘদিনের সহকর্মীকে বিজয়ার শুভেচ্ছা জানাতে না পেরে স্পিকারের মন যে ভারাক্রান্ত তা সহজেই অনুমান করা যাচ্ছে। অবশ্য শুধু স্পিকারই নন, জানা গিয়েছে, পুজোর মধ্যে পার্থর প্রসঙ্গ কথা বলেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments