More
    HomeখবরBJP বিজেপির মেগা প্ল্যান সোমবার, তৃণমূলের উপর জোড়া চাপ তৈরির সম্ভবনা।

    BJP বিজেপির মেগা প্ল্যান সোমবার, তৃণমূলের উপর জোড়া চাপ তৈরির সম্ভবনা।

    Today Kolkata:- সোমবার শুরু হতে চলেছে বিধানসভার শীতকালীন অধিবেশন। সেইদিন অধিবেশনে সরকারের তরফে বেশ কয়েকটি বিল পাশ করানোর কথা রয়েছে। এদিকে এদিনই বিধানসভার ভিতর এবং বাইরে জোড়া কর্মসূচির আয়োজন করেছে বিজেপি (BJP)। ডেঙ্গি, রাজ্যের আইন-শৃঙ্খলা, অখিল গিরির মন্তব্য-সহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কর্মসূচির মূল বিষয়। ফলে সেইদিন রাজ্য বিধানসভা উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বিধানসভা বিরোধীদেরও। এটা মনে রেখে সরকারি দলকে বিধানসভা পরিচালনা করতে হবে। আমরা রাজ্যের নানা জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনার দাবি করব। কিন্তু কোনও বিষয় বিচারাধীন বলে যুক্তি দেখিয়ে বিরোধীদের আলোচনা করতে না দিলে আমরা অন্য রাস্তা খুঁজব।”

    কয়লা পাচার কাণ্ডের পরিমাণ ২ হাজার ৪০০ কোটি টাকা , ১ হাজার কোটি টাকা নিয়েছেন রাজ্যের প্রভাবশালী নেতা ! কার দিকে আঙুল শুভেন্দুর ?

    শুভেন্দুর এহেন মন্তব্যর স্পষ্ট জবাব দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, “আমরা সব সময় বিরোধীদের বলার সুযোগ করে দিতে তৈরি আছি। কিন্তু, বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা হবে কিনা, তা আগাম বলতে চাই না৷ তবে ওঁদের তরফে প্রস্তাব এলে, তা খতিয়ে দেখে বিধানসভার আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। তাতে তাঁরা ক্ষুব্ধ হলে আমার কিছু করার নেই।” উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে দলের কৌশল স্থির করতে বিধানসভায় সোমবার অধিবেশন শুরুর আগে পরিষদীয় দলের বৈঠক ডেকেছে বিজেপি। সেখানেই নানা ইস্যুতে অধিবেশনে বিজেপি বিধায়করা কে, কী ভূমিকা নেবেন, শুভেন্দু অধিকারী তা নির্দিষ্ট করে দেবেন বলে অনুমান।

    BJP বিজেপির মেগা প্ল্যান সোমবার, তৃণমূলের উপর জোড়া চাপ তৈরির সম্ভবনা।

    টুইটারের দায়িত্ব নিয়েই ১৩ কেজি ওজন হ্রাস এলন মাস্কের , সংস্থার দুশ্চিন্তার কারণেই কি মাস্কের শারীরিক অবস্থার অবনতি ?

    MORE NEWS – বাংলার নতুন ‘স্থায়ী’ রাজ্যপাল প্রাক্তন আইএএস সি ভি আনন্দ বোস।

    পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের দায়িত্ব নিতে চলেছেন সি ভি আনন্দ বোস। বুধবার রাষ্ট্রপতি ভবন থেকে নতুন স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সি ভি আনন্দ বোসকে বাংলার নয়া রাজ্যপাল হিসাবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, কেরালার বাসিন্দা আইএএস আনন্দ বসু মেঘালয় সরকারের উপদেষ্টা পদে ছিলেন।। এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন দায়িত্ব নেবেন সেই দিন থেকেই নির্দেশ কার্যকর হবে।’’ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments