More
    Homeঅনান্যBolpur দ্রুত গতিতে বাইক চালিয়ে দূর্ঘটনার কবলে বোলপুরের ট্রাফিক ওসি৷

    Bolpur দ্রুত গতিতে বাইক চালিয়ে দূর্ঘটনার কবলে বোলপুরের ট্রাফিক ওসি৷

    বোলপুর, ১২ জুলাই:- দ্রুত গতিতে বাইক চালিয়ে দূর্ঘটনার কবলে বোলপুরের (Bolpur) ট্রাফিক ওসি৷ নাম তুহিন ঝাঁ৷ বাইক নিয়ে বোলপুর বাইপাসের ডিভাইডারে ধাক্কা মেরে গুরুত্বর জখম হন তিনি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক ওসির মাথায় হেলমেট ছিল না৷ বোলপুরের দিক থেকে কাশিপুরের দিকে দ্রুত গতি সম্পন্ন বাইক (স্পোর্টস বাইক) নিয়ে যাচ্ছিলেন বোলপুর থানার ট্রাফিক ওসি তুহিন ঝাঁ৷ জানা গিয়েছে, বোলপুর বাইপাসে ডিভাইডাকে দ্রুত গতিতে ধাক্কা মারে বাইক আরোহী ওসি৷ গুরুত্বর জখম হওয়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ ট্রাফিক ওসির মাথায় হেলমেট না থাকায় বিপত্তি বলে জানা গিয়েছে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ও পুলিশ এসে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালেই রাখা হয়েছে।

    Bolpur দ্রুত গতিতে বাইক চালিয়ে দূর্ঘটনার কবলে বোলপুরের ট্রাফিক ওসি৷

    MORE NEWS – প্রবল বৃষ্টিপাতের পর এবার অনাবৃষ্টির কারণে ধান চাষীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।

    প্রবল বৃষ্টিপাতের পর এবার অনাবৃষ্টির কারণে ধান চাষীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। উল্লেখ্য বিগত কিছুদিন আগে প্রবল বৃষ্টিপাতের কারণে চাষিরা এ বছর বর্ষাকালীন ধান চাষের জন্য বীজতলা তৈরি করতে পারেননি। এমনকি অনেকের বীজতলা প্রবল বর্ষণের কারণে নষ্ট হয়ে গেছে। পুনরায় চাষিরা বীজতলা তৈরি করে ধানের চারা গাছ তৈরি করেছেন। কিন্তু বর্তমানে অনাবৃষ্টির কারণে শুকিয়ে গেছে চাষের জমি। তাই চাষিরা এ বছর তাদের বর্ষাকালীন একমাত্র চাষাবাদ ধান রোপন করতে ব্যর্থ হয়ে পড়েছেন। এরকম অনাবৃষ্টির কবলে পড়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন মেখলিগঞ্জ মহাকুমার হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকার চাষীদের পাশাপাশি জলপাইগুড়ি সদরে ব্লকের ও বিভিন্ন এলাকার চাষিরা। CONTINUE READING

    MORE NEWS – রথ যাত্রা উৎসব উপলক্ষে গোয়ানারা গোবিন্দ পুরে মা তারা বাউল গানের শুভ সূচনা।

    সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে সনাতন ধর্মালম্বীরা।আর সেই উল্টো রথ যাত্রা উৎসব উপলক্ষে এদিন মাথুর অঞ্চল গয়ানারা গোবিন্দ পুরে মা তারা বাউল গানের শুভ উদ্বোধনের সাথে ও গুণীজনদের সম্মাননা প্রদান সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হলো এদিন। উপস্থিত ছিলেন মাথুর অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেব্রত খাড়া ,মা তারা বাউল গানের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি, মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments