More
    Homeঅনান্যMadan Mitra মহিষাদলে রজবাড়ীতে খোশমেজাজে মদন মিত্র।

    Madan Mitra মহিষাদলে রজবাড়ীতে খোশমেজাজে মদন মিত্র।

    মহিষাদলঃ- সারাদিন রাজনীতির কচকচালি। তার মাঝে খোশ মেজাজে মদন মিত্র (Madan Mitra)। সোমবার বিকেলে মহিষাদল রাজবাড়ীতে উপস্থিত হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানে কার্যত খোশ মেজাজে মদন মিত্র। রাজবাড়ির সদস্যদের সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে আলোচনা করলেনও তিনি। এদিন মহিষাদল রাজবাড়ীর ঐতিহ‍্যবাহী গোপালজিউর মন্দিরও পরিদর্শন করেন তিনি। এদিন মদন মিত্রের সঙ্গে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী।

    Madan Mitra মহিষাদলে রজবাড়ীতে খোশমেজাজে মদন মিত্র।

    কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মাতা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ।

    অবশেষে ১০ ঘন্টা নিখোঁজ থাকার পর মহানন্দা নদী থেকে নাবালিকার নিথর দেহ উদ্ধার।

    Bhagabantapur গত বছর বন্যায় ভেঙে গিয়েছিল গ্রাম পঞ্চায়েতের তৈরি করা কাঠের সেতু।

    MORE NEWS – রথ যাত্রা উৎসব উপলক্ষে গোয়ানারা গোবিন্দ পুরে মা তারা বাউল গানের শুভ সূচনা।

    সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে সনাতন ধর্মালম্বীরা।আর সেই উল্টো রথ যাত্রা উৎসব উপলক্ষে এদিন মাথুর অঞ্চল গয়ানারা গোবিন্দ পুরে মা তারা বাউল গানের শুভ উদ্বোধনের সাথে ও গুণীজনদের সম্মাননা প্রদান সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হলো এদিন। উপস্থিত ছিলেন মাথুর অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেব্রত খাড়া ,মা তারা বাউল গানের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি, মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র, মানিক পুরকাইত,পাপিয়া দাসী,রিয়া দাসী,পলাশ সহ সকল শিল্পী রা। কার্তিক গাঙ্গুলি বলেন প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। CONTINUE READING

    MORE NEWS – অমরনাথ ধামে ঘুরতে গিয়ে নিখোঁজ সোদপুরের একই পরিবারের তিনজন।

    এই মাসের ৪ তারিখ সোদপুর উত্তর নাটগরের বাসিন্দা পেশায় ব্যাংকে কর্মরত নারায়ণ চন্দ্র দে স্ত্রী রুমা দে ও ছেলে সাগর দে কে নিয়ে অমরনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেয।,তারপর ভয়ানক বিপর্যয় ঘটে অমরনাথ যাত্রার পথে, মৃত্যু হয় অনেক তীর্থযাত্রীর, আহত হয়েছেন বহু মানুষ।ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন অনেকে, অমরনাথ ধামের তীর্থযাত্রীদের মধ্যে পশ্চিমবঙ্গের বহু মানুষ রয়েছেন। এমনই এক নিখোঁজ তীর্থযাত্রীর পরিবারের খোঁজ পাওয়া গেল সোদপুর উত্তর নাটাগর এলাকায়। অমরনাথ ধামে ঘুরতে যাবার পর এ মাসের ৭ তারিখ পরিবারের সাথে শেষ কথা হয়েছিল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments