More
    HomeখবরCattle Trafficking Case সংশোধনাগারেই ফের অসুস্থ অনুব্রত, নিয়ে যাওয়া হল হাসপাতাল।

    Cattle Trafficking Case সংশোধনাগারেই ফের অসুস্থ অনুব্রত, নিয়ে যাওয়া হল হাসপাতাল।

    Today Kolkata:- Cattle Trafficking Case গরুপাচার মামলায় বর্তমানে আসানসোল জেলে রয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আসানসোল জেলেই তাঁকে প্রায় ১৮ লক্ষ টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদ করছে ইডি-র আধিকারিকরা। তার মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত। জেল সূত্রে খবর, শনিবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন। রবিবার ভোরের দিকে তা আরও বাড়ে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই প্রথম নয়, সিবিআই হেফাজতে থাকার সময়ও অসুস্থ হয়ে পড়েছিলেন অনুব্রত। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। আসানসোল সংশোধনাগারের হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সর্দি-কাশির সঙ্গে হালকা জ্বরও রয়েছে তাঁর। রক্তচাপও বেড়েছে। বুকেও সামান্য ব্যথা রয়েছে। বেলা ১১টার পরে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে ঢোকেন অনুব্রত।

    DurgaPuja & Kesto Mondal পুজোয় কেষ্ট খাবে কব্জি ডুবিয়ে, এলাহি আয়োজন জেলের হেঁসেলে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগারে প্রায় পাঁচ ঘণ্টা জেরা করা হয়। নয়াদিল্লির আদালতে সেই জেরার রিপোর্ট জমা দেবেন তদন্তকারী আধিকারিকরা। তবে জেরায় তেমন সহযোগিতা করেননি অনুব্রত মণ্ডল। এমনটাই দাবি ইডির। জেল সূত্রে জানা গিয়েছে, জেরার পরই হালকা বুকে ব্যথা অনুভব করছিলেন অনুব্রত। জেলেই তাঁর চিকিৎসার জন্য প্রাথমিক কিছু বন্দোবস্ত প্রথম থেকেই রাখা ছিল। কিন্তু জেল কর্তৃপক্ষ মনে করে, এই সাপোর্টে অনুব্রতর চিকিৎসা সম্ভব নয়। এরপরই তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    Cattle Trafficking Case সংশোধনাগারেই ফের অসুস্থ অনুব্রত, নিয়ে যাওয়া হল হাসপাতাল।

    বিশ্বকাপের মাঝেই কাতার সফরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

    জরায়ুর অস্ত্রোপচারের নামে দু’টি কিডনি চুরির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে, বিহারে গ্রেপ্তার চিকিৎসক।

    MORE NEWS – বিধাননগরের মেম্বার ইন কাউন্সিলের নামে আপত্তিকর মন্তব্য , শুভেন্দুকে সমন বিধাননগর আদালতের।

    বিধাননগরের মেম্বার ইন কাউন্সিলের নামে আপত্তিকর মন্তব্য, শুভেন্দুকে সমন বিধাননগর আদালতের। এই মামলায় আগামী ২১ জানুয়ারি আদালতে হাজিরা দিতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে। তৃণমূল নেতা তথা বিধাননগরের মেম্বার ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তীর আনা মানহানির মামলায় শনিবার শুভেন্দু অধিকারীকে বিধাননগর আদালতের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিধাননগর আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আগামী ২১ জানুয়ারি শুভেন্দুকে আদালতে সশরীরে হাজির হয়ে তাঁর মন্তব্যের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বিধাননগর আদালতের বিচারক। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments