More
    HomeখবরCGO Complex সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক শ্যালিকা মেনকা।

    CGO Complex সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক শ্যালিকা মেনকা।

    Today Kolkata:- ফের মেনকা গম্ভটাকে তলব ইডির। সেইমতো কয়লা পাচার-কাণ্ডে তলব পেয়ে সোমবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। এদিন দুপুর ১২ টা ৩৫ নাগাদ ইডির অফিসে পনাগাদ মেনকা এর আগে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে তলব করা হয়েছিল বলে দাবি তাঁকের। সেই মতো রবিবার রাত সাড়ে ১২টার কিছু সময় আগেই আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে যান তিনি। এই বিষয়ে মেনকার আইনজীবী জানান, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি এএম’-এ মেনকাকে তলব করেছিল ইডি। সেই মতোই তাঁরা ওই সময়ে সিজিও কমপ্লেক্সে যান।

    কিন্তু সেইসময় সিজিও কমপ্লেক্সে ঢোকার মূল ফটক তালাবন্ধ ছিল। ইডি দফতরের গেটে নিরাপত্তারক্ষীকে মেনকারা জানান যে, এইসময় তাঁদের ডাকা হয়েছিল। এ কথা শুনে গেট খুলে দেন রক্ষী। কিন্ত ইডির অফিস তালাবন্ধ ছিল বলে তারা জানেন। তবে মেনকাকে রাত নয়, সোমবার দুপুর সাড়ে ১২টায় ডাকতে চেয়ে‌ছিল ইডি। জানা যায়, এই ‘ভুল’-এর জন্য তারা দুঃখপ্রকাশ করেছে। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা ৮ টা নাগাদ তাঁকে কলকাতা বিমানবন্দরে আটকানো হয় বলে অভিযোগ। তাঁর ব্যাঙ্ককে যাওয়ার কথা ছিল। কিন্ত প্রায় আড়াই ঘণ্টা তাঁকে অভিবাসন দফতরে বসিয়ে রাখা হয়। বলা হয়, তাঁর নামে ইডি লুক আউট নোটিশ জারি করেছে। এরপরেই তাঁকে নোটিশ দেওয়া হয় হাজিরার জন্য।

    CGO Complex সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক শ্যালিকা মেনকা।

    Weather update Dakkhinbanga ফের নিম্নচাপের গেরোয় বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে, জারি সতর্কতা।

    Mangalcot bom blust মঙ্গলকোট বোমা বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত।

    MORE NEWS – ভোট দেওয়ার পুরস্কার, উত্তরাখণ্ড নেতার দেওয়া মদ খেয়ে মৃত্যু ৭ জনের।

    উত্তরাখণ্ডে বিষমদ (Uttarakhand poison wine) খেয়ে মৃত্যু হল ৭ জনের। ঘটনায় বিস্ফোরক অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রার্থী ওই মদ খাইয়েছিলেন গ্রামবাসীদের। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁকে ভোট দিলে মদ খাওয়াবেন। গ্রামাবাসীরা তাঁকে ভোট দিলে প্রতিশ্রুতি রাখেন নেতা। তাতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ৯ জন আধিকারিককে সাসপেন্ড করেছে আবাগারি দপ্তর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি হরিদ্বারের ফুলগড় ও শিবগড় নামের দুই গ্রামের। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments