More
    Homeঅনান্যEearthquake দিল্লি ও সংলগ্ন এলাকায় ভূমিকম্প, মৃত ছয়।

    Eearthquake দিল্লি ও সংলগ্ন এলাকায় ভূমিকম্প, মৃত ছয়।

    Today Kolkata:- Earthquake মাঝরাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। তবে ভূমিকম্পের উৎসস্থল ভারতে নয়, প্রতিবেশী নেপালে ছিল। সেখানের ভূমিকম্পের জেরেই দিল্লি ও সংলগ্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশ, বিহার, মণিপুরেও কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ১০ সেকেন্ড স্থায়ী হয় ভূমিকম্প। রাত তখন ১টা ৫৭ মিনিট। গভীর ঘুমে আচ্ছন্ন দিল্লিবাসী। তাই প্রথমে অনেকেই বুঝে উঠতে পারেননি কী ঘটছে। পরে ভূমিকম্প হচ্ছে বোঝা মাত্রই হইচই শুরু হয়ে যায়। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। তবে শুধু একবারই নয়। দিল্লি ও সংলগ্ন অঞ্চলে পর পর দু’বার কম্পন অনুভূত হয়।

    ১টা ৫৭ মিনিটের পর ফের কম্পন হয় ৩টে ১৫ মিনিটে। সেটির তীব্রতা ছিল ৩.৬। নেপালের দোতি জেলায় রাত ২টো ১২ মিনিটে ভেঙে পড়ে একটি বাড়ি। এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১২টি বাড়ি। উদ্ধারে নেমেছে সেনাও। কোনও কোনও এলাকায় পরপর ৩টি কম্পন অনুভূত হয়। দিল্লির এক বাসিন্দা জানান, “রাতে তিনি অফিসে কাজ করছিলেন। হঠাৎই গোটা বাড়িটা কাঁপতে শুরু করে। ভূমিকম্প হচ্ছে বোঝার পরই তড়িঘড়ি অফিসের বাইরে বেরিয়ে আসেন সবাই।

    Eearthquake দিল্লি ও সংলগ্ন এলাকায় ভূমিকম্প, মৃত ছয়।

    নদীয়া সফরে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী , সার্কিট হাউসে মমতার সাথে মুকুলের সাক্ষাতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা।

    Locket & Agnimitra pol লকেট-অগ্নিমিত্রার ‘সন্ত্রাস’ নিদানে দিলীপের সমর্থন ! ‘কেঁচো’ ‘সাপের’ তত্ত্বে পাল্টা ফিরহাদ।

    MORE NEWS – ডেঙ্গু নিয়ে সতর্ক নবান্ন , জেলায় জেলায় বিশেষজ্ঞ টিম পাঠানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।

    রাজ্যজুড়ে ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু । পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালগুলিকে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সিদ্ধান্ত হয়েছে , জেলায় জেলায় পাঠানো হবে বিশেষজ্ঞ দল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত হওয়ার খবর আসছে। মৃত্যুর ঘটনাও ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। নেতৃত্বে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments