More
    HomeখবরKrishnanagar কৃষ্ণনগরে মমতার জনসভা, কি বার্তা দেবেন দলনেত্রী?

    Krishnanagar কৃষ্ণনগরে মমতার জনসভা, কি বার্তা দেবেন দলনেত্রী?

    Today Kolkata:- সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনে যাতে ভালো ফলাফল হয় এখন থেকেই রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে মাঠে নেমেছে। সেই লক্ষেই নির্বাচনের আগে নদিয়ায় জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কৃষ্ণনগরে গভর্মেন্ট কলেজের মাঠে রাজনৈতিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় তিনদিনের জেলা সফরে রওনা হয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বুধবার কৃষ্ণনগরে (Krishnanagar) জনসভা রয়েছে তাঁর। সভা শেষে শান্তিপুরে রাস উৎসবে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব পক্ষই যখন ময়দানে নেমে পড়েছে, তখন নদিয়া জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাই এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন তা নিয়ে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

    Nadia নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, নজরে রাজনৈতিক সভা।

    প্রসঙ্গত, কৃষ্ণনগরে মতুয়াদের যথেষ্ট প্রভাব রয়েছে। রাজনৈতিক দিক থেকে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা নদিয়া। বিশেষ করে নিয়োগ দুর্নীতি নিয়ে এই জেলায় রাজনৈতিক চর্চা তুঙ্গে। গ্রেফতার হয়েছেন পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। তেহট্টের বিধায়ক তাপস সাহাকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্য দিকে কিছুদিন আগেই জেলা প্রাথমিক শিক্ষা সাংসদ থেকে সরানো হয়েছে বিধায়ক বিমলেন্দু সিংহ রায়কে। ফলে দুর্নীতি কাণ্ডে দল যে কড়া অবস্থান নেবে, তা বুঝিয়ে দেওয়া হয়েছে। এক সময় দলের হয়ে এই জেলা পর্যবেক্ষণের দায়িত্ব ছিল বর্তমানে জেল হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়। ফলে বিরোধী দলগুলি রাজনৈতিক লড়াইয়ে সেই নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করেছে।

    Krishnanagar কৃষ্ণনগরে মমতার জনসভা, কি বার্তা দেবেন দলনেত্রী?

    নদীয়া সফরে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী , সার্কিট হাউসে মমতার সাথে মুকুলের সাক্ষাতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা।

    Directorate of Enforcement কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে মঙ্গলবার ফের তলব ইডির।

    এই আবহে দলনেত্রীর এদিনের সভা জেলা নেতৃত্বকে নতুন দিশা দেখাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। অন্তত এমনটাই অনুমান রাজনৈতিক মহলের। সূত্রের খবর, এদিনের সভার পরে বৃহস্পতিবার রানাঘাটে জেলা প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির কাজের গতি সম্পর্কে খোঁজখবর নেবেন বলে জানা গিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর তিনদিনের সফর ঘিরে রাজনৈতিক মহলেও চলছে চর্চা। বাম ও বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে পায়ের তলার মাটি শক্ত করতেই মুখ্যমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments