More
    Homeঅনান্যMishir Embabar Girja চার্চে অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৪১।

    Mishir Embabar Girja চার্চে অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৪১।

    Today Kolkata:- Mishor Embabar Girja গির্জায় এসেছিলেন প্রভুর কাছে প্রার্থনা জানাতে। কিন্তু তাদের মধ্যে কয়েকজন এ জীবনের মতো শেষ প্রার্থনা জানালেন। আচমকা আগুনে একসঙ্গে শেষ হয়ে গেলেন ৪১ জন ভক্ত। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। জখম হয়েছেন আরও অন্তত ১৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মর্মান্তিক এই অগ্নিকাণ্ড ঘটেছে মিশরের ইম্বাবার একটি গির্জায় রবিবার সকাল ন’টা নাগাদ। অন্যান রবিবারের মতো এদিনও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

    আচমকা চার্চের ভিতর কালো ধোঁয়া ঢুকতে শুরু করে। প্রাণ বাঁচাতে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেন। কোনওরকমে দু-একজন চার্চের বাইরে বেরিয়ে আসতে পারলেও ৪১ জন চার্চের ভেতরেই আটকে পড়েন। তখন আগুনের লেড়িহান শিখা গ্রাস করে নিয়েছে চার্চকে। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স ও পৌছয় দমকলবাহিনী। কীভাবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশ বা দমকল সূত্রে এখনও পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

    Mishir Embabar Girja চার্চে অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৪১।

    Weather Update Digha দিঘার উপকূলের গভীর নিম্নচাপের জেরে ভাসতে পারে দুই জেলা! পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    CBI vs Anubrata Mandal গরুপাচার করা হতো দু’টি পশু হাট থেকে, কেষ্টবিষ্টুরা জড়িত বলে সিবিআইয়ের দাবি।

    Kumortule মনসা প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে, দক্ষিণ দিনাজপুরের কুমোরটুলিতে এখন শুধুই ব্যস্ততা৷

    Lal qila প্রথমবার ভারতে তৈরি বন্দুকে স্বাধীনতা দিবসে লালকেল্লায় আনুষ্ঠানিক অভিবাদন।

    MORE NEWS – মুকেশ অম্বানীর পরিবারকে হুমকি দিয়ে আট বার ফোন! আটক ১।

    রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আটবার ফোন করা হয়েছে বলে অভিযোগ।আট বার ফোন করে এই হুমকি দেওয়া হয় বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে আফজল নামে এক যুবককে আটক করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ফোনে হুমকি দেওয়া হয় যে, কয়েক ঘণ্টার মধ্যে একটি বড় ঘটনা ঘটতে চলেছে। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। তবে বর্তমানে পরিস্থিতির গুরুত্ব দেখে পুলিশও সতর্ক হয়ে গিয়েছে।  CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments