More
    Homeঅনান্যMother Dairy দুর্গাপুজোর পর ফের বাড়তে পারে দুধের দাম, ইঙ্গিত মাদার ডেয়ারির।

    Mother Dairy দুর্গাপুজোর পর ফের বাড়তে পারে দুধের দাম, ইঙ্গিত মাদার ডেয়ারির।

    Today Kolkata:- দুর্গাপুজোর পর দুধ ও দইয়ের দাম বাড়তে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছে মাদার ডেয়ারি (Mother Dairy)। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর পথে হাঁটতে হবে জানিয়েছে মাদার ডেয়ারি কর্তৃপক্ষ। দুধ ও দই ছাড়াও বর্তমানে ফল এবং সবজিরও ব্যবসাও রয়েছে মাদার ডেয়ারির। মাদার ডেয়ারির ম্যানেজিং ডিরেক্টর মণীশ বন্দলিশ আশা প্রকাশ করে জানিয়েছেন,  ২০২২-২৩ – আর্থিক বছরে কোম্পানির বিক্রি প্রায় ২০ শতাংশ বাড়তে পারে। ফলে চলতি বছরে কোম্পানির টার্নওভার বেড়ে হতে পারে ১৫,০০০ কোটি টাকা। সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন, এর আগে দাম বৃদ্ধির পর উৎপাদন খরচ প্রতি লিটারে ২ টাকা বেড়েছে। এই পরিস্থিতিতে দুর্গাপুজোর পর দাম বাড়ানো ছাড়া কোনও উপায় নেই।

    সম্প্রতি উৎপাদন খরচ বাড়ার কারণে মাদার ডেয়ারি দুধ-দই, বাটার মিল্ক ইত্যাদির দাম বাড়িয়েছে বলে জানিয়েছিল। এর পাশাপাশি কর্তৃপক্ষ এও জানিয়েছিল, লাভের একটি বড় অংশ ফার্মের কৃষকদের কাছে মাদার ডেয়ারি মারফত পৌঁছোয়। কিন্ত উৎপাদন খরচ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এই কৃষকদের ওপরেও চাপ বেড়ে চলছিল। পরিস্থিতির কথা বিবেচনা করেই দাম বৃদ্ধির পথে হেঁটেছিল সংস্থা।

    Mother Dairy দুর্গাপুজোর পর ফের বাড়তে পারে দুধের দাম, ইঙ্গিত মাদার ডেয়ারির।

    Weather update saradin সারাদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল।

    Supreme Court of India টিভি চ্যানেলের সঞ্চালকরা তাঁদের লক্ষ্মণরেখা অতিক্রম করছেন : সুপ্রিম কোর্ট।

    Cold Field Experss আগামী বছর থেকে আর নয়, কোল্ডফিল্ড এক্সপ্রেসে এটাই ছিল শেষ বিশ্বকর্মা পুজো৷

    Appointment letter আরও ৭০০০ চাকরির নিয়োগপত্র! আজ খড়গপুরে একাধিক শিলান্যাস।

    Primary recruitment পুজোর পরেই ‘প্রাথমিকে’ নিয়োগ! বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষকের চাকরি।

    MORE NEWS – ২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ সৌমেন্দুর বিরুদ্ধে।

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর ভাই সৌমেন্দু অধিকারীরও (BJP Leader Soumendu Adhikari)। ২ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। কাঁথি প্রভাতকুমার কলেজে টেন্ডার দুর্নীতি মামলায় তদন্ত করে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন। জানা গিয়েছে, সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, কাঁথি প্রভাতকুমার কলেজের লেডিজ ও বয়েজ হস্টেল বিল্ডিং, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments