More
    HomeখবরNabanna উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ট্রেন পরিষেবা নিয়ে এবার উদ্বিগ্ন , জেলাশাসকদের বিশেষ...

    Nabanna উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ট্রেন পরিষেবা নিয়ে এবার উদ্বিগ্ন , জেলাশাসকদের বিশেষ নির্দেশ নবান্নের।

    Today Kolkata:- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ট্রেন পরিষেবা নিয়ে এবার উদ্বিগ্ন নবান্ন। জেলাশাসকদের বিশেষ নির্দেশ দিল নবান্ন (Nabanna)। নবান্নের তরফে জেলাশাসকের জানানো হয়েছে বেশ কিছু পদক্ষেপের জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাশাসকের জানানো হয়েছে ,
    ১) ট্রেন পরিষেবা ব্যাহত হলে ডিআরএমদের সঙ্গে যোগাযোগ রাখবেন।

    ২) বিকল্প ব্যবস্থা হিসাবে পরিবহণ ব্যবস্থা (Transport System) অতিরিক্ত করে ব্যবস্থা করে রাখুন।

    ৩) দরকার পড়লে সংশ্লিষ্ট রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করুন।

    ৪) পরীক্ষার্থীদের সুবিধার্থে সতর্কতামূলক পদক্ষেপ নিতে জেলাশাসকদের (District Magistrate) নির্দেশ নবান্নের।

    ৫) ট্রেন পরিষেবার ওপর আমরা নজর রাখছি। আপনারা বিকল্প ব্যবস্থা করে রাখুন পরিবহন মাধ্যমে।

    পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা। দেওয়া হয়েছে অতিরিক্ত বাস, ট্রেন পরিষেবা ।

    Nabanna উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ট্রেন পরিষেবা নিয়ে এবার উদ্বিগ্ন , জেলাশাসকদের বিশেষ নির্দেশ নবান্নের।

    MORE NEWS – “তুমি মুখ খারাপ করবে না , দলের অসুবিধা” – তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলিকে কড়া ধমক মমতার।

    বিধায়ক ইদ্রিশ আলিকে (Idrish Ali) বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী। বিধানসভা অধিবেশন কক্ষের অন্দরে প্রবেশ করতে গিয়েই মুখ্যমন্ত্রীর মুখোমুখি হন ভগবানগোলার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক ইদ্রিশ (Idrish Ali)। তখনই মুখ্যমন্ত্রী তাঁকে সটান বলেন, ‘‘তুমি মুখ খারাপ করবে না! তোমার জন্য দলের নাম খারাপ হচ্ছে!’’ ইদ্রিশকে (Idrish Ali) সরাসরি ওই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য ধমক খাওয়ার কথা স্বীকার করেননি। তবে তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ঘটনাটি ঘটেছিল। CONTINUE READING

    MORE NEWS – শুরুতে কাঁধে ছিল মই ! যুব নেতা হওয়ার পর ভোল বদলায় শান্তনুর , তৃণমূল নেতা হয়ে ওঠেন ‘লাটসাহেব’ !

    শুরুতে নাকি মই কাঁধে ঘুরতেন! রাস্তাঘাটে সংস্থার প্রযুক্তিগত কাজে দক্ষ কর্মীদের সহযোগিতা করতেন। যুব নেতা হওয়ার পরে ধীরে ধীরে তাঁর রূপ বদলায়। হুগলির বলাগড়ের সোমরাবাজারে তাঁর অফিসপাড়ায় শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee) ক্রমশই হয়ে ওঠেন ‘লাটসাহেব’! শান্তনু যে নিয়মিত কর্মস্থলে যেতেন না, মানছেন তৃণমূলের স্থানীয় নেতারাও। যদিও শান্তনু বার বারই দাবি করেছেন, তিনি নির্দোষ। অফিসের মই কাঁধে নিয়ে কর্মজীবন শুরু করা শান্তনু (Santanu Banerjee) কালক্রমে কী করে নিয়োগ দুর্নীতি চক্রের ‘নিয়ন্ত্রক’ হয়ে উঠলেন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments