More
    Homeখবরআসছে উন্নত প্রযুক্তির নতুন অ্যাম্বুল্যান্স, জিও-আইএলবিএস-এর উদ্যোগ।

    আসছে উন্নত প্রযুক্তির নতুন অ্যাম্বুল্যান্স, জিও-আইএলবিএস-এর উদ্যোগ।

    Today Kolkata:- বিভিন্ন ব্যবহারিক স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের প্রযুক্তিগত উন্নয়নের স্বার্থে টেলকোর ৫জি স্ট্যান্ড অ্যালোন (এসএ) নেটওয়ার্ক ব্যবহার করতে অভিনব এক পদক্ষেপ করতে চলেছে দুই সংস্থা। গাঁটছড়া বাঁধতে চলেছে রিলায়েন্স জিও এবং ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স (আইএলবিএস)। সম্প্রতি জিও-র নতুন ‘ট্রু ৫জি’ কম লেটেন্স-সহ ইন্টারনেট পরিষেবার ঘোষণা করা হয়েছে। সংস্থা দাবি করেছে, স্বাস্থ্য পরিষেবার বোরোটিক্স চিকিৎসা বা সার্জারি, রিমোট আইসিইউ, আইসিউ অ্যাম্বুল্যান্স, কমিউনিটি ক্লিনিক ইত্যাদি ক্ষেত্রে এই নিরবচ্ছিন্ন ও দ্রুত ইন্টারনেট ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

    আসছে উন্নত প্রযুক্তির নতুন অ্যাম্বুল্যান্স, জিও-আইএলবিএস-এর উদ্যোগ

    আসছে উন্নত প্রযুক্তির নতুন অ্যাম্বুল্যান্স, জিও-আইএলবিএস-এর উদ্যোগ

    উল্লেখ্য, অক্টোবরেই জিও এবং আপদকালীন চিকিৎসা পরিষেবা দেওয়া সংস্থা মেডুল্যান্স অত্যাধুনিক ব্যবস্থাযূক্ত এক অ্যাম্বুল্যান্স চালু করেছে। যা ক্যামেরা-সহ একাধিক স্মার্ট ডিভাইসে সজ্জিত। জানা গিয়েছে, এতে রয়েছে রিয়েল টাইম, দ্বিমুখী অডিও ও ভিডিও যোগাযোগের ব্যবস্থা, হাই-ডেফিনিশন ফুটেজ ট্রান্সমিশন, লোকেশন ট্র্যাকিং। এছাড়া রোগীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য রিয়েল টাইম স্ট্রিমিংয়ের মাধ্যমে দূরের চিকিৎসকের কাছে পৌঁছে দেওয়ার মতো হাই-স্পিড মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাও রয়েছে। এ বিষয়ে সংস্থার সহ-কর্ণধার প্রণব বাজাজ জানিয়েছেন, আগামী দিনে সারা দেশে এমনই অত্যাধুনিক আরও প্রায় সাড়ে সাত হাজার অ্যাম্বুল্যান্স নামানোর পরিকল্পনা রয়েছে। এর আগে, এয়ারটেল আপৎকালীন চিকিৎসা ক্ষেত্রে ৫জি পরিষেবার গুরুত্ব তুলে ধরা হয়েছিল। অ্যাপলো হাসপাতাল এবং প্রযুক্তিগত অংশীদার সিসকো যৌথভাবে এর গুরুত্ব বিশ্লেষণ করেছিল।

    আসছে উন্নত প্রযুক্তির নতুন অ্যাম্বুল্যান্স, জিও-আইএলবিএস-এর উদ্যোগ।

    দেশের জন্য কেন্দ্রের পাশে আছে বাংলা, জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে প্রতিশ্রুতি মমতার।

    দুর্দশার মধ্যে মারিশদার মানুষ , প্রধান-উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে ইস্তফার নির্দেশ অভিষেকের।

    ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের হুমকি, হবু কনের পরিবারকে হুমকি চিঠি দিয়ে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত।

    MORE NEWS – কলকাতায় আজ একগুচ্ছ স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর।

    দিল্লি সফর শেষ করে আজ, বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই একগুচ্ছ নতুন পরিষেবার উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। এসএসকেএম হাসপাতাল থেকে বিকেল সাড়ে চারটে নাগাদ ভার্চুয়ালি নতুন পরিষেবার উদ্বোধন ও শিলান্যাসের আয়োজন করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। এদিন এসএসকেম হাসপাতালে ১০০ টি শয্যা বিশিষ্ট পেডিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্টের নতুন সংস্কার করা প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়া স্পোর্টস মেডিসিন পরিষেবারও উদ্বোধন করবেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments