More
    HomeখবরPM Modi ‘মোদী তেরি কবর খোদেঙ্গে’ - কংগ্রেসকে মোক্ষম জবাব দিলেন প্রধানমন্ত্রী...

    PM Modi ‘মোদী তেরি কবর খোদেঙ্গে’ – কংগ্রেসকে মোক্ষম জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    Today Kolkata:- PM Modi এক্সপ্রেসওয়ের উদ্বোধনে কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ করলেন মোদী। ভোটমুখী কর্নাটকে এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয়ে দাঁড়াল পুরোদস্তুর রাজনৈতিক সভা। রবিবার কর্নাটকে গিয়ে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) উদ্বোধন এবং শিলান্যাস করলেন ১৬ হাজার কোটি টাকার সরকারি প্রকল্পের। যার মধ্যে আছে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে।

    সম্প্রতি কংগ্রেস স্লোগান তুলেছে ‘মোদী তেরি কবর খোদেঙ্গে’ (মোদী তোমার কবর খুঁড়ব)। রবিবার সেই স্লোগান নিয়েই কংগ্রেসকে বিঁধেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘কংগ্রেস (Congress) মোদীর কবর খোঁড়ার স্বপ্নে মশগুল থাকুক। কিন্তু তারা জানে না, দেশের মা, বোনেদের যে ভালবাসা আমার সঙ্গে রয়েছে তা-ই আমার রক্ষাকবচ হিসাবে কাজ করে। ওরা (কংগ্রেস) মোদীর (Norendra Modi) কবর খোঁড়ার স্বপ্ন দেখতে থাকুক , আমি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরিতে মনযোগ দিই। গরিব মানুষের বেঁচে থাকা সহজ করি।’’ মোদীর কথা শুনে উল্লাসে ফেটে পড়ে জনতা।

    এখানেই থামেননি মোদী (Narendra Modi)। কংগ্রেসের সমালোচনা এবং নিজেদের কাজের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘‘২০১৪-এর আগে কংগ্রেস সরকার গরিব মানুষের জীবন দুর্বিষহ করে তুলতে কোনও চেষ্টা বাদ রাখেনি। কংগ্রেস সরকার (Government Of Congress) গরিবের টাকা লুট করেছিল।’’ কর্নাটকের মাণ্ড্য পুরনো মাইসুরুর মধ্যে পড়ে। এই এলাকায় মোট ৬১টি বিধানসভা আসন রয়েছে। যা জেডিএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত।

    কংগ্রেসের (Congress) দাপট রয়েছে এই এলাকায়। ২০১৮ সালে বিজেপি কর্নাটকের উপকূল এলাকায় দুর্দান্ত ফল করেছিল। ভাল আসন জিতেছিল মুম্বই-কর্নাটক এলাকাতেও। কিন্তু পুরনো মাইসুরু এলাকায় পদ্মের ফলাফল মোটেই ভাল না। প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে সেই মাণ্ড্যতেই ভোটের বাজনা বাজিয়ে দিয়ে গেলেন মোদী।

    PM Modi ‘মোদী তেরি কবর খোদেঙ্গে’ – কংগ্রেসকে মোক্ষম জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    Shantanu Banerjee মোবাইলের সিম কার্ড বিক্রেতা থেকে তৃণমূল যুব নেতা – উল্কার গতিতে উত্থান শান্তনুর।

    MORE NEWS – পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কার রাজ্যের।

    পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে রাজ্য নিজের টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কার করতে চলেছে। রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে এই ১২ হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারকেই অন্যতম প্রচারের হাতিয়ার করতে পারে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments