More
    Homeঅনান্যSamanya sova পুলিশের উদ্যোগে সমন্বয় সভা।

    Samanya sova পুলিশের উদ্যোগে সমন্বয় সভা।

    Today Kolkata:- আগামী ১০ জুলাই রবিবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুজ্জোহা রয়েছে। সেই উৎসব যাতে শান্তিপূর্ণ ভাবে পালিত হয় তার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় তমলুক থানার ব্যবস্থাপনায় শুক্রবার তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে ” সমন্বয় সভা” (Samanya sova) এর আয়োজন করা হয়। এলাকার বিভিন্ন মসজিতের কর্তৃপক্ষ, ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিত ছিলেন। উৎসবকে কেন্দ্র করে যাতে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য কি কি করণীয় রয়েছে তার একটি খসড়া এদিনের সভায় পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হয়। এদিন তমলুক থানার আইসি অরুপ সরকার জানান, আগামী ঈদের উৎসব যাতে সুন্দরভাবে পরিচালিত করা যায় তার জন্য এই ধরনের সমন্বয় সভার আয়োজন। শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে উৎসব পালন করা হয় সেই বার্তাই এদিন সভা থেকে তুলে ধরা হয়।

    Samanya sova পুলিশের উদ্যোগে সমন্বয় সভা।

    Sodpur অটোর উপর দুষ্কৃতী হামলা ও ভাঙচুর, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা,সোদপুর রাসমণি এলাকায়।

    Edul Aajha একদিন পরই অর্থাৎ রবিবার বাংলাদেশে ইদুল আজহা অনুষ্ঠিত হবে।

    MORE NEWS – মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য জুড়ে শুরু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ।

    মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য জুড়ে শুরু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ ও সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস অধ্যয়ন কেন্দ্রের উদ্বোধন। ভার্চুয়াল মাধ্যমে জেলায় জেলায় উদ্বোধন হয় এই প্রকল্পের। এদিন মালদহ কলেজে কনফারেন্সে হলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের আসর বসে।উপস্থিত ছিলেন মালদহ জেলা শাসক নিতীন সিঙ্ঘানিয়া,অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)বৈভব চৌধুরী, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী, CONTINUE READING

    MORE NEWS – বন্ধুরা মিলে গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের।

    আজ দুপুরে চার বন্ধু মিলে কামারহাটি পিটুলি ঘাটে গঙ্গায় স্নান করতে নামে চার বন্ধু হঠাৎ করেই একজন যুবক ডুবে যায়। তাকে বাঁচাতে আরেকজন গঙ্গায় ঝাঁপ দেয় সেও গঙ্গার জলে ডুবে যায়। সেই সময় স্থানীয় কিছু যুবক ঝাপ দেওয়া যুবক মোহাম্মদ নিহাস কে উদ্ধার করে,তবে গঙ্গায় তলিয়ে যাওয়া মোঃ সুহান কে আর উদ্ধার করা যায়নি।পরবর্তীতে সুহানের বাবা কামারহাটি থানায় ঘটনাটি জানানোর পর, কামারহাটি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে গঙ্গায় খোঁজার পর তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments