More
    HomeখবরSSKM এসএসকেএম-এ ভর্তি পার্থ, রাতেই হাই কোর্টের দ্বারস্থ ইডি!

    SSKM এসএসকেএম-এ ভর্তি পার্থ, রাতেই হাই কোর্টের দ্বারস্থ ইডি!

    Today Kolkata:- শুক্রবার সাত সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হয় ইডির আধিকারিকরা। বাড়ি ঘিরে ফেলে শুরু হয় তাঁকে জেরা করা। দীর্ঘ ২৭ ঘণ্টা ধরে চলে জেরা। এরপর শনিবার সকালে এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরই তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষা করার জন্য। ওইদিনই সেখান থেকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। বিচারক প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। কিন্ত ফের শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গেই আদালতে নির্দেশে তাঁকে এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে কিন্তু নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পরেই এসএসকেএমে ভর্তি করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে।

    কিন্ত ব্যাঙ্কশাল আদালতের সেই নির্দেশে আপত্তি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হল ইডি (ED)। জানা যায়, রাতেই বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়ে প্রধান বিচারপতি’র দ্বারস্থ ইডি। ইডির মতে, যেভাবে নিম্ন আদালত এই নির্দেশ দিয়েছে, তা আইন মেনে হয়নি। শনিবার এসএসকেএম হাসপাতালের কার্ডিলিওজি বিভাগের আইসিসিইউ-তে ভর্তি করা হয়েছিল পার্থকে৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে৷ বুকে এবং পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলে চিকিৎসকদের জানিয়েছিলেন পার্থবাবু৷ রাতেই তাঁকে আইসিসিইউ ১৮ কেবিন থেকে কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে। আপাতত পার্থর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

    SSKM এসএসকেএম-এ ভর্তি পার্থ, রাতেই হাই কোর্টের দ্বারস্থ ইডি!

    Partha Chatterjee অবশেষে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়।

    MORE NEWS – গ্রেপ্তারির পর দলনেত্রীর সঙ্গে কী কথা হল পার্থর?

    ‘দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু তাঁকে পাইনি।” শনিবার জোকার ইএসআই থেকে স্বাস্থ্য পরীক্ষার পর বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঠিক এই জবাবই দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুক্রবার সকালে আচমকা পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হয় ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে ফেলে। এরপর শুরু হয় জেরা। টানা ২৭ ঘণ্টা ধরে ইডি ম্যারাথন জেরার পর শনিবার সকালে গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments