More
    Homeঅনান্যWine Shop জেলায়, জেলায় এবার সরকারি মদের দোকান! আয় বাড়াতে নয়া উদ্যোগ...

    Wine Shop জেলায়, জেলায় এবার সরকারি মদের দোকান! আয় বাড়াতে নয়া উদ্যোগ নবান্নের।

    Today Kolkata:- Wine Shop বর্তমান সময়ে বাজারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মদের চাহিদা। কিন্ত চাহিদা অনুযায়ী যোগান দিতে হিমশিম খাচ্ছে রাজ্য। এবার সেই সমস্যা সমাধানের পাশাপাশি আয় বাড়াতে রাজ্য সরকার আনছে এক নয়া উদ্যোগ। রাজ্য সরকার এবার সরাসরি ফ্রাঞ্চাইজির মাধ্যমে মদের দোকান খুলবে। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজি খুঁজতে টেন্ডার ডেকেছে। নাম দেওয়া হচ্ছে বেভকো। ইতিমধ্যেই উত্তরবঙ্গের তিনটি জেলা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারকে বেছেও নিয়েছে রাজ্য সরকার। এইসব ফ্রাঞ্চাইসি গুলোতে পাওয়া যাবে দেশে তৈরি বিভিন্ন বিদেশি মদের লিকার ও দেশীয় মদ।

    রাজ্যের আবগারি দফতরের বক্তব্য, এই জেলাগুলিতে একটি মদের দোকানের থেকে অন্য মদের দোকানের দূরত্ব অনেকটা। কোচবিহারে এই দূরত্ব ১১ কিলোমিটার। সেই কারণেই রাজ্য সরকারের নিজস্ব কোম্পানি বেভারেজ কর্পোরেশনকে সামনে রেখে ফ্রাঞ্চাইজি দিয়ে মদের দোকান খুলতে চায়। এতে বেআইনি ও বিষ মদকেও নিয়ন্ত্রণ করা যাবে। বাড়বে সরকারের রাজস্ব। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজি খোলার জন্য নির্দিষ্ট অংকের অর্থের বিনিময়ে নবান্ন থেকে ছাড়পত্র পাওয়া যাচ্ছে। রাজ্যের আবগারি দফতরকে সেই টাকা এককালীনভাবে দিতে হবে এবং এইটি ছাড়াও প্রতিবছর ফ্র্যাঞ্চাইজির ফি বাবদ কিছু অর্থ দিতে হবে।

    Wine Shop জেলায়, জেলায় এবার সরকারি মদের দোকান! আয় বাড়াতে নয়া উদ্যোগ নবান্নের।

    বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, নিয়োগের দাবিতে অভিষেকের অফিসের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের।

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পর্ষদ , বিশবাঁও জলে চাকরিপ্রার্থীদের নিয়োগ।

    ‘মায়ের কোল খালি হয়ে যাবে’ – ফের স্বমহিমায় বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

    নদীয়া সফরে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী , সার্কিট হাউসে মমতার সাথে মুকুলের সাক্ষাতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা।

    MORE NEWS – যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিহীন পড়ুয়াকে হেনস্তা করার অভিযোগ প্রাক্তনের বিরুদ্ধে।

    ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং এর অভিযোগ। দৃষ্টিহীন পড়ুয়াকে হেনস্তা করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে। সোমবার রাতেই উপাচার্যের কাছে অভিযোগ জানিয়েছেন ওই পড়ুয়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের র‌্যাগিং সংক্রান্ত নির্দেশিকা মেনে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে যেহেতু অভিযুক্ত পড়ুয়া চলতি বছরে উত্তীর্ণ হয়ে গিয়েছেন, অর্থাৎ পাস-আউট, তাই তাঁকে হস্টেল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত মদ‌্যপ অবস্থায় র‌্যাগিং করেছেন বলে অভিযোগ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments