More
    Homeখবরআবারও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদহের বামণগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির...

    আবারও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদহের বামণগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ।

    মালদাঃ- আবারও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদহের বামণগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে বামনগোলার তালতলা এলাকা থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ধৃত যুবকের নাম সঞ্জিত হালদার (৩১) বামনগোলার থানার ভারত বাংলাদেশ সীমান্তের খুঁটাদহ এলাকায় বাড়ি। ধৃতদের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ধৃতকে মঙ্গলবার জেলা আদালতে পাঠানো হয়। পাকুয়াহাট ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাকেশ বিশ্বাস বলেন, ধৃত যুবকে পুলিশ দীর্ঘদিন ধরেই খোঁজ চালাচ্ছিল। সোমবার রাতে গোপন সূত্রে খবর পায়। ধৃত বাড়ি ফিরে আবার অপরাধ জগতের কার্যকপাল করছে। খবর পাওয়া মাত্রই পাকুয়া ফাঁড়ির পুলিশ তালতলা এলাকায় অভিযান চালিয়ে দেতো যুবককে আটক করে তল্লাশি চালাতেই যুবকের কাছ থেকে বেরিয়ে আছে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। ঘটনাস্থল থেকে যুবককে গ্রেপ্তার করে পাকুয়াহাট ফাঁড়িতে নিয়ে আসে এদিন তাকে জেলা আদালতে পেশ করা হয়।

    আবারও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদহের বামণগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ।

    MORE NEWS – আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    মালদা: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আম বাজার এলাকায় গৌড় কন্যা বাস টার্মিনাস থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল। জানা গেছে ধৃত যুবকের নাম রাহুল শেখ। বয়স ২৬। বাড়ি মালদা শহরের ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পল্লী এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাই করার উদ্দেশ্যে ওই যুবক গৌড় কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাঘুরি করছিল। তার আগেই তাকে গ্রেফতার করা হয়। CONTINUE READING

    MORE NEWS – ফের অসুস্থ বোধ করে হাসপাতালে ভর্তি হলেন বীরভূমের কেষ্ট দা।

    Today Kolkata:- আসিতেও আসিলেন না। আজ কলকাতায় গরু পাচার কান্ডে নিজামে হাজিড়া দেওয়ার কথা ছিল অনুব্রত মন্ডলের। তাকে জেড়া করার জন্য সকালে নিজামে চলে এসেছিলেন সিবিআইর জয়েন্ট ডিরেক্টার পঙ্কজ শ্রীবাস্তব। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আসার অপেক্ষায় বসেছিলেন সাংবাদিকরাও। তারপরেই হঠাৎ শোনাযায় কেষ্ট দা অসুস্থ। CONTRINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments