More
    Homeখবরফের অসুস্থ বোধ করে হাসপাতালে ভর্তি হলেন বীরভূমের কেষ্ট দা।

    ফের অসুস্থ বোধ করে হাসপাতালে ভর্তি হলেন বীরভূমের কেষ্ট দা।

    Today Kolkata:- আসিতেও আসিলেন না। আজ কলকাতায় গরু পাচার কান্ডে নিজামে হাজিড়া দেওয়ার কথা ছিল অনুব্রত মন্ডলের। তাকে জেড়া করার জন্য সকালে নিজামে চলে এসেছিলেন সিবিআইর জয়েন্ট ডিরেক্টার পঙ্কজ শ্রীবাস্তব। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আসার অপেক্ষায় বসেছিলেন সাংবাদিকরাও। তারপরেই হঠাৎ শোনাযায় কেষ্ট দা অসুস্থ। তিনি চিকিৎসার জন্য পিজি হাসপাতালে। যদিও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আগেও কয়েকবার অনুব্রত মন্ডল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ফের অসুস্থ বোধ করে হাসপাতালে ভর্তি হলেন বীরভূমের কেষ্ট দা।

    ফের অসুস্থ বোধ করে হাসপাতালে ভর্তি হলেন বীরভূমের কেষ্ট দা।

    MORE NEWS – আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    মালদা: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আম বাজার এলাকায় গৌড় কন্যা বাস টার্মিনাস থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল। জানা গেছে ধৃত যুবকের নাম রাহুল শেখ। বয়স ২৬। বাড়ি মালদা শহরের ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পল্লী এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাই করার উদ্দেশ্যে ওই যুবক গৌড় কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাঘুরি করছিল। CONTINUE READING

    MORE NEWS – ভয়াবহ আগুনে পুড়ে ছাই একশত বিঘা গমের মাঠ, মাথায় হাত চাষিদের।

    মালদাঃ- ভয়াবহ আগুনে পুড়ে ছাই একশত বিঘা গমের মাঠ।মাথায় হাত চাষিদের। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারি মাঠে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কুশিদা, রাজল, ভগবানপুর, বিঝোট, বাগমারা, দৌলা ও গজকাটা এলাকার প্রায় শতাধিক কৃষক। স্থানীয় সূত্রে খবর,গমের নাড়া পোড়াতে গিয়েই আগুন ছড়িয়ে পড়ে।আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয় কয়েকশো বিঘা গমের জমি। দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। CONTINUE READING

    ঘাটালের মানুষের জনপ্রিয় বিজেপি বিধায়ক কে বঞ্চিত করা হয় সরকারি মিটিং এ অভিযোগ ভারতী ঘোষের।

    পূর্ব মেদিনীপুর জেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সৌভিক, ইন্ডিয়ান যোগা ফেডারেশনের হরিয়ানা গিয়ে প্রথম স্থান অধিকার করেছে।

    এবার বাংলাদেশে যাত্রী স্বাচ্ছন্দ্য প্রতি লক্ষ্য রেখে বুধবার থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত ঢুকতে পারবে।

    কেশপুরে ক্রিকেট প্রেমীদের আইপিএল ম্যাচ দর্শন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments