More
    Homeখবরএক অজ্ঞাত পরিচয় পৌঢ়ার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

    এক অজ্ঞাত পরিচয় পৌঢ়ার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

    মালদাঃ- এক অজ্ঞাত পরিচয় পৌঢ়ার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা মহিষ হাটে এক আম বাগানে।তবে পৌঢ়ার নাম, ঠিকানা কিছুই জানা যায়নি। বয়স আনুমানিক ৭৫-৮০ ঘটনার তদন্ত শুরু করেছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কুশিদা মহিষ হাটে এক আম বাগানে মাচার উপরে ওই পৌঢ়ার মৃতদেহ পরে থাকতে দেখতে পান স্থানীয়রা। খবর চাউর হতেই দেহটি ঘিরে ভিড় জমতে থাকে। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে পৌঢ়ার পরিচয় জানার চেষ্টা করছেন। তবে পৌঢ়ার পরিচয় জানতে পারলে এই তদন্তের কাজ অনেকটাই সহজ হবে বলে মনে করছে পুলিশ। তবে তার ব্যাগ থেকে পাওয়া গেছে একটি জলের বোতল, একটি চাদর ও ১১০ টাকা।

    এক অজ্ঞাত পরিচয় পৌঢ়ার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

    MORE NEWS – মগরাহাটে জোড়া খুন,সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে প্রথমে গুলি করে ও পরে গলা কেটে খুন করা হয়েছে।

    Today Kolkata:- মগরাহাট ও অস্থির সীমান্তবর্তী এলাকা মগরাহাটের শেরপুর গ্রাম খুন হন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন কর্মরত সিভিক পুলিশ কর্মী, তাদেরকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ওই দুই ব্যক্তির নাম বরুণ চক্রবর্তী ও মলয় মাখাল। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী, পুলিশ সূত্রে খবর টাকাপয়সা সংক্রান্ত নিয়েই খুন হলে হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। স্থানীয় সূত্রে জানা গেছে, যে বিল্ডিং ম্যাটেরিয়াল সেজন্য টাকা দিয়েছিল ওই মৃত দুই ব্যক্তি বিল্ডিং মেটারিয়ালস এর মালিক ছিলেন জানে আলম ওই জানে আলাম। টাকা ফেরত দেয়ার নাম করে ওই দুই ব্যক্তিকে দেখেন তারপরেই তাদেরকে গোডাউনে ডেকে প্রথমে গুলি করে। তারপরে মৃত্যু সুনিশ্চিত করতে চপার দিয়ে কুপিয়ে খুন করে। CONTINUE READING

    মানুষের অভাব অভিযোগ শুনে দ্রুত সমাধান করতে নতুন কর্মসূচি “পাড়ায় আমরা”যুব সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে।

    বাংলাদেশে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে লাখো পুণ্যার্থীর উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব শুরু হয়েছে।

    হুগলীর শেওড়াফুলি তারকেশ্বর রেল লাইনের উপরে দীর্ঘদিন ধরে রেল ব্রিজ ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে নেই কোনো সংস্কার, এই দাবীতে বিক্ষোভ কর্মসূচী।

    রামজীবনপুর গ্রামে সার্বজনীন বাসন্তী পুজো 24 তম বর্ষে পা দিল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments