More
    Homeঅনান্যটোটো গাড়ির ধাক্কায় ভেঙে গেল রেলগেট , সমস্যায় যানবাহন থেকে শুরু করে...

    টোটো গাড়ির ধাক্কায় ভেঙে গেল রেলগেট , সমস্যায় যানবাহন থেকে শুরু করে নিত্যযাত্রীরা।

    নদীয়া:- রেলগেট ভেঙে পড়ায় সমস্যায় পড়ছেন ভারী যানবাহন থেকে শুরু করে পথ চলতি মানুষের। ঘটনাটি ঘটে আজ কল্যাণীর ৪২ নম্বর রেলগেটে। জানা যায় কল্যাণী শহরে প্রবেশের এটি মূল রাস্তা। তাছাড়াও কল্যাণী এমস হসপিটালে যাওয়ার রাস্তা। আজ কল্যাণী ৪২ নম্বর রেলগেটে একটি টোটো এসে ধাক্কা মেরে রেলগেটটি ভেঙে যায় যার ফলে সমস্যায় পড়ছেন সকলেই। খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ সহ রেলের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক। অবশেষে রেল পুলিশ ও আধিকারিকদের তৎপরতায় স্বাভাবিক করা হয় যান চলাচল।

    টোটো গাড়ির ধাক্কায় ভেঙে গেল রেলগেট , সমস্যায় যানবাহন থেকে শুরু করে নিত্যযাত্রীরা।

    বামফ্রন্ট ১০০ বছর পিছিয়ে দিয়েছে, আর এই সরকার একটা প্রজন্মকে পিছিয়ে দিলো, বুধবার বারাসতে এসে মন্তব্য অগ্নিমিত্রা পাল।

    Sayani Ghosh “গণতন্ত্র এ সবার যেমন বাক স্বাধীনতা আছে” একথা জানান যুবনেত্রী সায়নী ঘোষ।

    Paschim Medinipur Kharar স্কুল বিল্ডিং রয়েছে, রয়েছে পরিকাঠামো, নেই পড়ুয়া।

    MORE NEWS – সাধারণ মানুষের সুবিধার্তে সরিষা অঞ্চলে “এক ডাকে অভিষেক” সফল করতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু হলো।

    ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি তার নিঃশব্দ বিপ্লবের অনুষ্ঠানের দিন ঘোষণা করেন এক নতুন কর্মসূচি ” এক ডাকে অভিষেক”। যার মাধ্যমে তিনি সাধারণ মানুষের সমস্যার ও সাংসদের মধ্যে দূরত্ব কমাতে,মানুষের সাথে নিবিড় যোগাযোগ গঠনের জন্য একটি নাম্বার 78877-78877 দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার বিধান সভার মধ্যে সকল অঞ্চলের পাশাপাশি এদিন সরিষা অঞ্চলে ব্লক২ সভাপতি অরুমোয় গায়েন ও যুব নেতা শামীম আহমেদ মোল্লার নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সাধারন মানুষের কাছে তাদের সকল অভিযোগ শোনেন। CONTINUE READING

    MORE NEWS – ডায়মন্ড হারবার বিধানসভার “এক ডাকে অভিষেক” আজ তারই শুভ সূচনা হলো।

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিদি কে বলো কর্মসূচি অনুষ্ঠিত হয়ে ছিল, তারই অনুসরণ করে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে কিছু দিন আগে অনুষ্ঠিত হয় “এক ডাকে অভিষেক” (“Ak Dake Avishek”)। ডায়মন্ড হারবার বিধান সভার সকল মানুষের সুবিধার্তে রবীন্দ্র ভবনে স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার এর মাধ্যমে তারই শুভ সূচনা হলো এদিন “এক ডাকে অভিষেক” ৭৮৮৭৭৭৮৮৭৭ এই নাম্বার। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ব্লক১যুব সভাপতি গৌতম অধিকারী, ব্লক২ তৃনমূল কংগ্রেস সভাপতি অরুমোয় গায়েন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments