More
    Homeখবরডায়মন্ড হারবার টাউন ও ১নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের আহ্বানে দেবাংশু ভট্টাচার্য্য

    ডায়মন্ড হারবার টাউন ও ১নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের আহ্বানে দেবাংশু ভট্টাচার্য্য

    Today Kolkata :- দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পৌরসভার শিবালয় মাঠ প্রাঙ্গনে করোনা আবহে সমস্ত বিধিনিষেধ মেনে আজ নির্বাচনী জনসভা করলেন রাজ্যের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য্য। এদিন ডায়মন্ড হারবার এলাকার জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে ডায়মন্ড হারবার পৌরসভার ১৬টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার ডাক দিলেন আপামর ডায়মন্ড হারবার বাসীর কাছে।  ইহা ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক ২ তৃনমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন, টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার, টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা, উমাপদ পূরকাইত সহ ১৬টি ওয়ার্ডের সকল তৃণমূলের প্রার্থীরা । পাশাপাশি এদিন দেবাংশু ভট্টাচার্য্য ওই মঞ্চ থেকে বিজেপির নেতৃত্বে দের কে এক হাত নিয়ে বলেন করোনার সময় সোশ্যাল মিডিয়ায় বড় বড় পোস্ট করেছিল সেই করোনার সময় কোন বিজেপি নেতা বা বাম নেতা দুঃস্থ মানুষদের সাহায্য করেনি তখন এই টাউনের তৃণমূল নেতারা সাধারণ মানুষের পাশে ছিল ।

    ডায়মন্ড হারবার টাউন ও ১নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের আহ্বানে দেবাংশু ভট্টাচার্য্য

    MORE NEWS – ছাতিনাকান্দিতে পদযাত্রা করলেন বিধায়ক অপূর্ব সরকার

    Today Kolkata :- ছাতিনাকান্দিতে পদযাত্রা করলেন বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার 6,14 এবং 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে । মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার 6,14 এবং 18 নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে বুধবার কান্দি শহরের ছাতিনাকান্দি এলাকায় পায়ে হেঁটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করলেন এলাকার বিধায়ক অপূর্ব সরকার। এদিন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার কান্দির ছাতিনাকান্দি দীঘিরপাড় থেকে শুরু করে কান্দি বাস স্ট্যান্ড হয়ে ছাতনাকান্দি আদিরাপাড়া শালতলা পর্যন্ত কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষ, কান্দি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা মল্লিক ও কান্দি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাননবালা ঘোষের সমর্থনে পদযাত্রা করেন। এদিন বিধায়ক অপূর্ব সরকার তার পদযাত্রার মাধ্যমে ছাতিনাকান্দি এলাকায় ঝড় তুললেন এবং ছাতিনাকান্দির সাধারণ মানুষ অপূর্ব সরকারকে পুষ্পবৃষ্টি করে এবং মিষ্টিমুখ করিয়ে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানালেন। CONTINUE READING

    কুলটিট্রাফিক গার্ডের গাড়ি চেকিংয়ের সময় বিহারনম্বর বলেরো গাড়ির ভেতর থেকে উদ্ধার নগদ প্রায় আঠারোলক্ষ্যটাকা আটক তিনজন

    আনিস খুনে দোষীদের শাস্তির দাবিতে কোনা এক্সপ্রেস ওয়ে অবরোধ বামপন্থী গণসংগঠন গুলির

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments