More
    Homeখবরনিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি এবং পথচলতি মানুষদের ধাক্কা...

    নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি এবং পথচলতি মানুষদের ধাক্কা মারল এক মারুতি গাড়ি।

    Today Kolkata:- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি এবং পথচলতি মানুষদের ধাক্কা মারল এক মারুতি গাড়ি। ঘটনায় আহত একাধিক জন। যার মধ্যে একজন মহিলা এবং একজন শিশু রয়েছে বলে জানা গেছে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দা এলাকায়। ঘটনায় জানা যায় পথচলতি একটি মারুতি গাড়ি খাকুড়দা দিক থেকে বেলদার দিকে যাওয়ার সময় খাকুড়দা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িসহ পথচলতি মানুষদের ধাক্কা মারে। ঘটনায় আহত হয় একাধিকজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হসপিটাল ও চিকিৎসালয়ে নিয়ে যায়। এর মধ্যে কিছু জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল হসপিটালে স্থানান্তর করা হয়েছে বলে সূত্রের খবর।

    এই ঘটনার ফলে উত্তেজনার পরিবেশ তৈরি হয় এলাকায়। বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় বেলদা খাকুড়দাগামী রাজ্য সড়কের খাকুড়দাতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ। সেই সঙ্গে যান্ত্রিক ত্রুটি, নাকি চালক মদ্যপ অবস্থায় ছিল সেই নিয়ে উঠছে নানা প্রশ্ন চিহ্ন। তবে কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

    নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি এবং পথচলতি মানুষদের ধাক্কা মারল এক মারুতি গাড়ি।

    MORE NEWS – পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কুদিতে বড়ো পান মার্কেট।

    Today Kolkata:- পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কুদিতে এই জেলার মধ্যে বড়ো পান মার্কেট হয় বৃহস্পতিবার ও রবিবার। এখানে থেকে বিভিন্ন রাজ্য ও দেশের বাইরে থেকে পান আনতে আসেন অনেক ব্যাবসায়ী। প্রায় ৫ হাজারের বেশি পান চাষী ও খড়িয়ারা এখানে ব্যবসা করেন। কিন্তু আড়ৎ দাররা নির্দিষ্ট পান বিক্রির একটা সময় নির্ধারণ করে দেন, ফলে চাষীরা ক্ষুব্ধ হয়ে আজকে পথ অবরোধ করে। কারণ নির্দিষ্ট সময়ের আগে অনেক চাষী মার্কেটে উপস্থিত হতে পারেন না ফলে পান নষ্ট হয়। CONTINUE READING

    পথ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৮।

    অবশেষে গ্রেপ্তার মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলম।

    বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বালুরঘাট পৌরসভা।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments