More
    Homeখবরমুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদহ জেলা পুলিশের অভিযান অব্যাহত।

    মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদহ জেলা পুলিশের অভিযান অব্যাহত।

    মালদাঃ- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদহ জেলা পুলিশের অভিযান অব্যাহত। শনিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ শ্রীপুর শিব মন্দির এলাকা থেকে গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র সহ একজন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম মিলন মণ্ডল ( ২৫)। বাড়ি বামনগোলা ব্লকের জগদলা পঞ্চায়েতের গুয়াবারি এলাকায়। পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ আধিকারিক রাকেশ বিশ্বাস বলেন,জগদলা পঞ্চায়েতের শ্রীপুর শিবমন্দির এলাকায় অভিযান চালিয়ে কাছ ওই যুবককে একা ঘুরতে দেখে পুলিসের সন্দেহ হয়। এবং তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওই যুবককে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। রবিবার ধৃত যুবককে জেলা আদালতে পেশ করা হবে।

    মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদহ জেলা পুলিশের অভিযান অব্যাহত।

    MORE NEWS – উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অনির্বাণ।

    পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন:- একদিকে চলছে মেদিনীপুর কলেজের ১৫০ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। সেই সময়েই অনুষ্ঠিত হল মেদিনীপুর কলেজ (স্বশাসিত) ছয় দফা সমাবর্তন। শুক্রবার অনুষ্ঠিত হয় এই সমাবর্তন।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বক্তৃতা বিশিষ্ট অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ জানিয়েছেন, ‘আমি সবসময়ই হরর কমডি বা স্যাটারের ভক্ত, এটা বলবার অপেক্ষা রাখে না যে আমরা ছোট থেকেই কিছু প্রবাদপ্রতিম পরিচালকদের এমন কিছু গল্প রুপোলি পর্দায় দেখেই বড় হয়েছি। আমি বলব না এমন জঁর ছবি বাঙালি দর্শক আগে দেখেনি বা বাংলায় তৈরি হয়নি। এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ তিনি। অনির্বাণ ভট্টাচার্য। থিয়েটার, ধারাবাহিক, ওয়েব সিরিজ, সিনেমা — সর্বত্রই সমান বিচরণ তাঁর। কৈশোর পার করেছেন বহু বছর হয়ে গিয়েছে। কিন্তু শুক্রবার মেদিনীপুরের কলেজ এসে সেই ছোটবেলার নস্ট্যালজিয়াতেই ভাসলেন অভিনেতা।অভিনেতার আসল বাড়ি শহরের শরৎপল্লিতে। মেদিনীপুরের বিধাননগর-শরৎপল্লিতেই তাঁর ছোটবেলা কেটেছে। এক সময় বিধাননগরের মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডাও দিয়েছেন। ঘুরে বেড়িয়েছেন পাড়ার অলিগলিও। CONTINUE READING

    গঙ্গায় স্নান করতে যাওয়ার পথে অসাবধানতাবশত পা ফসকে নদীতে পরে গিয়ে গভীর জলে তলিয়ে গেল বছর চব্বিশের এক যুবক।

    অবশেষে দীর্ঘ জল্পনা-কাটিয়ে অবশেষে রাজ্য কমিটির পাঠানো মালদহের দুই পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা হলো।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments