More
    Homeঅনান্যরেল যাত্রী দের জলপাইগুড়ি টাউন রেল পুলিশের পানীয় জল প্রদান।

    রেল যাত্রী দের জলপাইগুড়ি টাউন রেল পুলিশের পানীয় জল প্রদান।

    Today Kolkata:- 75বছর আজাদিকা অমৃত মহৎউৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করছেন জলপাইগুড়ি রেল পুলিশ। এই দিন রেল যাত্রী দের কয়েক শো বোতল পানীয় জল বিতরণ করা হয়। জলপাইগুড়ি টাউন স্টেশনে এই মহৎ কাজটি পালিত হয়। আগামী তে চারাগাছ রোপন সহ অন্যান্য সামাজিক কাজ করবে বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে।

    রেল যাত্রী দের জলপাইগুড়ি টাউন রেল পুলিশের পানীয় জল প্রদান।

    Panchayat Vote সামনেই পঞ্চায়েত ভোট, ঘর গোছাতে মাঠে নেমে পড়েছে তৃনমূল কংগ্রেস।

    Malda বকেয়া টাকা চাওয়ায় কাপড় ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল।

    National dengue day বর্ণাঢ্য রেলি এর মাধ্যমে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হল হিলিতে।

    MORE NEWS – দ্বিতীয় হুগলি সেতুর উপরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কন্টেইনার বোঝাই লরি।

    দ্বিতীয় হুগলি সেতু উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেইনার বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত ,এই ঘটনা জেরে বিশাল যানজটের সৃষ্টি বিদ্যাসাগর সেতু কলকাতা থেকে হাওড়া গামী উইলেন এ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কর্মরত ট্রাফিক পুলিশ আধিকারিকরা, ঘটনাস্থল থেকে ওই লরিটি কী সরানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে, কোনোরকম হতাহতের খবর না থাকলেও বিদ্যাসাগর সেতুর উপরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন, CONTINUE READING

    MORE NEWS – বছরের প্রথম দিকে পঞ্চায়েত ভোট ভোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে পঞ্চায়েত ভোট ভোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিকে নজর রেখে বিভিন্ন ব্লকের পঞ্চায়েত স্তর পর্যন্ত ঘর গোছাতে মাঠে নেমে পড়েছে তৃনমূল কংগ্রেস। আজ খড়গপুর ২ নং ব্লকের কালিয়াড়া ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ব্লকের সমস্ত ‌অঞ্চলের সংখ্যালঘু সভাপতি দের নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। CONTINUE READING

    MORE NEWS – হিলি বালুরঘাট রেল প্রকল্প নিয়ে রাজ্যকে চাপে রাখলেন বালুরঘাটের বিধায়ক।

    আজ বিধানসভায় হিলি-বালুরঘাট (Hili Balurghat) রেল সম্প্রসারণ প্রকল্প নিয়ে প্রশ্ন করেন বালুরঘাটের বিধায়ক অশোককুমার লাহিড়ী। উনি রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন বিগত 12 বছর আগে এর প্রকল্পের সূচনা হলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা থাকার জন্য কাজ এতোখানিও এগোয়নি। এর ফলে বঞ্চিত হিলি বালুরঘাট এর পাশাপাশি গোটা দক্ষিণ দিনাজপুরবাসি। এই প্রকল্পের ফলে শুধু দক্ষিণ দিনাজপুর নয়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments