More
    Homeঅনান্যHili Balurghat হিলি বালুরঘাট রেল প্রকল্প নিয়ে রাজ্যকে চাপে রাখলেন বালুরঘাটের...

    Hili Balurghat হিলি বালুরঘাট রেল প্রকল্প নিয়ে রাজ্যকে চাপে রাখলেন বালুরঘাটের বিধায়ক।

    Today Kolkata:- আজ বিধানসভায় হিলি-বালুরঘাট (Hili Balurghat) রেল সম্প্রসারণ প্রকল্প নিয়ে প্রশ্ন করেন বালুরঘাটের বিধায়ক অশোককুমার লাহিড়ী। উনি রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন বিগত 12 বছর আগে এর প্রকল্পের সূচনা হলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা থাকার জন্য কাজ এতোখানিও এগোয়নি। এর ফলে বঞ্চিত হিলি বালুরঘাট এর পাশাপাশি গোটা দক্ষিণ দিনাজপুরবাসি। এই প্রকল্পের ফলে শুধু দক্ষিণ দিনাজপুর নয়, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন
    হবে। পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানান। তিনি রাজ্য সরকারকে কার্যত চাপে রেখেই বলতে শোনা গেল জমি অধিগ্রহণ করে দিল্লিতে তালিকা পাঠানোর জন্য। এবং দ্রুত রেল কাজ শুরু হয় সে বিষয়ে NOC প্রদান করবার জন্য।

    Hili Balurghat হিলি বালুরঘাট রেল প্রকল্প নিয়ে রাজ্যকে চাপে রাখলেন বালুরঘাটের বিধায়ক।

    Bangladesh Sitakundu বাংলাদেশে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণ।

    Chandrakona Gramin Hospital সিজার পরিষেবা চালু হল চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।

    Bamongola Block বামনগোলা ব্লকের হরিশঙ্করপুর থেকে নালাগোলা হয়ে অবৈধ ভাবে বালি, মাটি তুলে পাচার।

    Pathoshree Prokolpo নিজেদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তা সারাইয়ে হাত লাগাল স্থানীয় গ্রামবাসীরা।

    Chandrakona Assembly চন্দ্রকোনা বিধানসভার লক্ষ্মীপুর নং গ্রাম পঞ্চায়েত যাওয়ার প্রধান রাস্তার বেহাল দশা।

    MORE NEWS – জাতীয় দ্রব্য শুকিয়ে অচৈতন্য অবস্থায় ঘর থেকে চুরি করে চম্পট দিল একদল দুষ্কৃতী।

    দুঃসাহসিক চুরি।মাঝ রাতে নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে অচৈতন্য অবস্থায় ঘর থেকে চুরি করে চম্পট দিল একদল দুষ্কৃতী।ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানিকচকের ধরমপুর বাজার এলাকায়। পরিবার সূএে জানা গেছে, জোসনারা বিবি এবং তার মেয়েকে ঘুমন্ত অবস্থায় নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে অচৈতন্য করে শরীর থেকে গহনা খুলে নেয় এমনকি ঘরের আলমারি ভেঙ্গে সোনার গহনা নগদ প্রায়, CONTINUE READING

    MORE NEWS – দক্ষিণেশ্বর মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড প্রযুক্তির উদ্বোধন।

    দক্ষিণেশ্বর (Dakhineswar) মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড প্রযুক্তির উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী দক্ষিণেশ্বরে স্কাইওয়াক এর জন্য ধন্যবাদ জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধায়ক মদন মিত্র পৌরপ্রধান গোপাল সহ দক্ষিণেশ্বর মন্দিরের কছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরীকে। পাশাপাশি তিনি আরো বলেন যারা নেগেটিভ লোক হয় সারাক্ষণ কচুরিপানা হয় পরিণত করেছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments