More
    Homeঅনান্যBaharampur Thana বহরমপুর থানায় ভয়াবহ বিস্ফোরণ, এসআই-সহ জখম ৩।

    Baharampur Thana বহরমপুর থানায় ভয়াবহ বিস্ফোরণ, এসআই-সহ জখম ৩।

    Today Kolkata:- আচমকাই জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল থানা। বিস্ফোরণের জেরে জখম হয়েছেন এক এসআই-সহ ৩ জন। মোবাইল টাওয়ারের ব্যাটারি থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার (Baharampur Thana) দোতলায় মালখানার বাইরে। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন এসআই কৃষ্ণেন্দু গোস্বামী-সহ দুই কনস্টেবল। কিন্ত থানার ভিতরে কীভাবে ঘটল এই বিস্ফোরণ? প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাজেয়াপ্ত বিভিন্ন জিনিসের মধ্যে ব্যাটারি ছিল। এদিন মালখানা পরিষ্কারের কাজ চলছিল৷ সেই সময় ঘটে দুর্ঘটনা। মালখানায় থাকা ব্যাাটারি ফেটেই ভয়াবহ এই ঘটনা ঘটেছে। তবে ব্যাটারি ফেটে এত বড় বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তাও আবার থানার মধ্যেই বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।

    Baharampur Thana বহরমপুর থানায় ভয়াবহ বিস্ফোরণ, এসআই-সহ জখম ৩।

    AIIMS Bhubaneswar পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্সে, এইমস-এ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।

    SSC Corruption এসএসসি দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাচার! টেক্সটাইল কোম্পানিকে নোটিশ ইডির।

    President Droupadi Murmu রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ অনুষ্ঠানে থাকছেন বাংলার ২৭ আদিবাসী শিল্পী।

    একাধিক দাবি নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসিকে ডেপুটেশন দিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।

    Niraj Chopra বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন নীরজ চোপড়া।

    MORE NEWS – ফিট থাকা সত্ত্বেও সামান্য ভুলেই হতে পারে আপনার হার্ট অ্যাটাক।

    বর্তমানে হার্ট অ্যাটাকের (Heart attack) ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। শুধু মধ্যবয়সী কিংবা বয়স্কদের ক্ষেত্রেই নয় বরং তরুণ প্রজন্মের মধ্যেও অনেকেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করছেন। কিন্ত অনেকের মধ্যেই একটি ধারণা আছে যে, অল্প বয়সীদের হৃদরোগ হয় না। হার্ভার্ড হেলথের ২০১৯ সালের প্রতিবেদন অনুসারে, করোনারি ধমনীতে অ্যাথেরোস্ক্লেরোটিক ব্লকেজের জন্য হার্ট অ্যাটাক হয়। এরমধ্যে ৮০ শতাংশ অল্প বয়স্কদের মধ্যে দেখা যায়। তবে সঠিক ব্যায়াম ও ওজন বজায় রাখা, সুষম খাবার খাওয়া ও স্ট্রেসমুক্ত জীবন যাপন করলে এই সমস্যা থেকে দূরে থাকা যায়। হৃদরোগের আরও একটি অন্যতম কারণ হল শারীরিক নিষ্ক্রিয়তা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments