More
    Homeঅনান্যBhatpara Municipality ফের গুলি করে খুন ভাটপাড়ায়।

    Bhatpara Municipality ফের গুলি করে খুন ভাটপাড়ায়।

    Today Kolkata:- ফের গুলি করে খুন ভাটপাড়া। এবার ঘটনাস্থল ভাটপাড়া পৌরসভার (Bhatpara Municipality) বাইশ নম্বর ওয়ার্ডে ২৬ নম্বর রেলগেট সংলগ্ন শান্তি নিবাস পল্লী এলাকায়। মৃত যুবকের নাম আঠারো বছরের রোহিত দাস। নিজের বাড়ির সামনেই পেটে গুলি করে খুন করে এক দুষ্কৃতী। টিটাগড় জুটমিল কর্মী রোহিত শনিবার রাতে কাজে যাওয়ার নাম করে বেরোয়। ঠিক বাড়ির সামনে গুলির শব্দ পেয়ে ছুটে আসে তার বাবা প্রদীপ দাস। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে রোহিত জানায় তারই বন্ধু করন যাদব তাকে গুলি করে। তবে কি কারনে তাকে খুন করল করন তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ।

    Bhatpara Municipality ফের গুলি করে খুন ভাটপাড়ায়।

    Bhatpara Municipality নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যবসায়ী সালাউদ্দিন আনসারী।

    Weather report রথ যাত্রার দিন দুপুর থেকেই বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় ভয়াবহ বজ্রপাত।

    Howrah Bali ফের গ্যাস লিকের ঘটনা এবারে ঘটলো হাওড়ায় বালি রামনীতলা একটি বাড়িতে।

    MORE NEWS – জাতীয় স্তরে মালদহের চাঁচলকে সাফল্য এনে দিলো পাঁচ বছরের ক্ষুদে সুচরিতা।

    এবার জাতীয় স্তরে মালদহের চাঁচলকে (Malda Chanchal) সাফল্য এনে দিলো পাঁচ বছরের ক্ষুদে সুচরিতা। জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পদক পেয়ে নজর কাড়ল মালদহের চাঁচলের পাঁচ বছরের খুদে সুচরিতা হালদার। ইউনিভার্সাল যোগা ফেডারেশনের উদ্যোগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গত ২৬ ও ২৭ জুন ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ৬ থেকে ৮ বছর বয়সী শিশুদের বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেয়েছে সুচরিতা ওরফে সাঁই। ওই বিভাগে এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৬ জন অংশ নিয়েছিল। CONTINUE READING

    MORE NEWS – ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন মানিকচক ব্লক আম আদমি পাটীর প্রতিনিধি দল।

    এবারে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন মানিকচক ব্লক আম আদমি পাটীর (Aam aadmi party) প্রতিনিধি দল উল্লেখ্য, মানিকচক মথুরাপুর শংকরটোলা এলাকায় কয়েকদিন আগে বাঁধে হঠাৎ ভাঙ্গন দেখা যায়। আতঙ্কিত হয়ে পরে স্থানীয় বাসিন্দারা।তৎপরতার সাথে ভাঙ্গন রোধের কাজ শুরু করে সেচ দপ্তর। শনিবার দুপুর নাগাদ ভাঙ্গন এলাকা পরিদর্শন করতে আসেন আম আদমি পাটীর প্রতিনিধি দল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments