More
    HomeখবরCPIM ডানকুনি এরিয়া কমিটির উদ্যোগে আজকে বিকালে এক প্রতিবাদী ও ধিক্কার...

    CPIM ডানকুনি এরিয়া কমিটির উদ্যোগে আজকে বিকালে এক প্রতিবাদী ও ধিক্কার মিছিল সংগঠিত হয়।

    ডানকুনি,হুগলী:- বীরভূম জেলার রামপুরহাটের বকটুই গ্রামে তৃনমূলের বর্বরোচিত গণহত্যার বিচার চেয়ে CPIM ডানকুনি এরিয়া কমিটির উদ্যোগে আজকে বিকালে এক প্রতিবাদী ও ধিক্কার মিছিল সংগঠিত হয়।আজকের এই উক্ত মিছিল থেকে আওয়াজ ওঠে রামপুরহাটে বকটুই গ্রামের গণহত্যায় জড়িত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। এর পাশাপাশি আনিস খানের আসল খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জোরালো হয় আজকের এই মিছিল থেকে। আজকের এই মিছিল CPIM ডানকুনি এরিয়া কমিটির দপ্তর “স্নেহেন্দু বিকাশ দাস স্মৃতি ভবন” থেকে শুরু হয়ে ডানকুনি বাজার হয়ে অহল্লাবাহি রোড ধরে কালীপুর মোড়ে গিয়ে শেষ হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন CPIM ডানকুনি এরিয়া কমিটির সম্পাদক তথা CPIM হুগলী জেলা কমিটির সদস্য মানিক সরকার, CPIM ডানকুনি এরিয়া কমিটির সদস্য প্রবীরজিৎ সিনহা, মনোজ গায়েন, দেবুজিৎ চ্যাটার্জী, শৈলেন সিংহ রায়, মনিমালা দত্ত, শিবানী চক্রবর্তী সহ অসংখ্য CPIM-এর স্থানীয় কর্মী-সমর্থক’রা। উক্ত মিছিলে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো ।

    CPIM ডানকুনি এরিয়া কমিটির উদ্যোগে আজকে বিকালে এক প্রতিবাদী ও ধিক্কার মিছিল সংগঠিত হয়।

    MORE NEWS – নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পকসো আইনে গ্রেফতার ঢোলাহাট থানার হোম গার্ড।

    Today Kolkata:- সোমবার রাতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ল মঙ্গলবার সকালে ঢোলা হাট থানার এক হোম গার্ড। পুলিশ জানিয়েছে ধৃত হোম গার্ডের নাম মানিক জানা (৩৫)। ঢোলাহাটের সানকিবেড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পকসো ১০ ধারায় মামলা রুজু করে আজ তাকে কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরের কমলপুরের বাসিন্দা ঢোলাহাট থানার হোম গার্ড মানিক জানা তার স্ত্রীকে নিয়ে নেতাজি গ্রাম পঞ্চায়েতের শিবনগরের সানকিবেড়িয়ায় ঘর ভাড়া নিয়ে থাকত। এদিন থানা থেকে ডিউটি সেরে বাড়ি ফিরে এক নাবালিকাকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে রাতে থাকার অজুহাতে ডেকে নিয়ে আসে। CONTINUE READING

    বসন্ত উৎসবে মাতোয়ারা গোটা শান্তিপুরবাসী, মহোৎসবে পরিণত হলো শান্তিপুর বাগআঁচড়ার বলাকার দোল উৎসব।

    হোলি ও দোল উৎসব ও নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে বরাকর ফাঁড়ি পুলিশের বরাকের বিভিন্ন জায়গায় রুটমার্চ।

    শুরু হলো সবং প্রিমিয়ার লিগের ফুটবল খেলা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments