More
    Homeঅনান্যDengue virus Siligurhi শিলিগুড়িতে ফের ডেঙ্গুর থাবা, মৃত শিশু।

    Dengue virus Siligurhi শিলিগুড়িতে ফের ডেঙ্গুর থাবা, মৃত শিশু।

    Today Kolkata:- শিলিগুড়িতে ফের ডেঙ্গুতে মৃত্যু (Dengue virus Siligurhi)। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩ বছরের শিশুর। মৃত শিশুটির নাম অবিনাশ সাহা জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের প্রকাশনগরের লিম্বু বস্তি এলাকায় বাড়ি। সোমবার জ্বর না কমায় শিশুটির ডেঙ্গু পরীক্ষা করা হয়।সরিপোর্ট পজিটিভ আসে। এরপরই ওইদিন সন্ধ্যা নাগাদ শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় অবিনাশকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। ভোর চারটে নাগাদ মৃত্যু হয় ওই শিশুর। এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রসাশনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে।

    Dengue virus ডেঙ্গি প্রতিরোধে নোটিশ খোদ কলকাতা পুরসভার মেয়র পারিষদকে।

    এদিকে, এই ঘটনার পরই গোটা শিলিগুড়িতে ছড়িয়েছে ডেঙ্গু আতঙ্ক। এই নিয়ে শহরে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত সাতদিনে চারজনের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে জমা জল ও আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। এর পাশাপাশি এই নিয়ে চলছে সচেতনতা প্রচার। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসককে দেখাতে।

    Dengue virus Siligurhi শিলিগুড়িতে ফের ডেঙ্গুর থাবা, মৃত শিশু।

    Weather update saradin সারাদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল।

    Appointment letter আরও ৭০০০ চাকরির নিয়োগপত্র! আজ খড়গপুরে একাধিক শিলান্যাস।

    Durga Puja 2022 : পুজো শুরু আজ থেকেই. সবাই আনন্দ করুন’, দুর্গাপুজোর শোভাযাত্রায় ঘোষণা মমতার

    Arpita Car Driver ‘জানতাম ম্যাডাম আর উনি ভালো বন্ধু’, মুখ খুললেন অর্পিতার গাড়ির চালক৷

    MORE NEWS – বঙ্গ বিজেপির দায়িত্ব পাওয়ার পর রাজ্য সফরে এসেই তৃণমূল সরকারকে তোপ আশার।

    “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার  আদিবাসীদের নিয়ে শুধু ভোটের রাজনীতি করে…।’’ রাজ্য সরকারকে ঠিক এই ভাষাতেই তোপ দাগলেন ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ের মুখ তথা বঙ্গ বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সহ-পর্যবেক্ষক আশা লাকড়া (Asha Lakrha)। সেইসঙ্গে বিজেপির নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগের প্রসঙ্গ টেনে শাসকদলকে অত্যাচারী বলেও কটাক্ষ করেন তিনি। আদিবাসীদের মন পেতে ‘আশা’-তেই আশা বঙ্গ বিজেপির। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে কেন্দ্রীয় নেতৃত্ব আশা লাকড়াকে বাংলার সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments