More
    HomeখবরInfluenza Virus অ্যাডিনো দোসর ইনফ্লুয়েঞ্জা , পরিস্থিতি নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স গঠন রাজ্য...

    Influenza Virus অ্যাডিনো দোসর ইনফ্লুয়েঞ্জা , পরিস্থিতি নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স গঠন রাজ্য সরকারের৷

    Today Kolkata:- Influenza Virus অ্যাডিনো ভাইরাস (Adeno Virus) পরিস্থিতির উপরে নজর রাখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপে সাহায্য করতে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার৷ বিশেষজ্ঞ চিকিৎসক এই টাস্ক ফোর্সে মোট ৮ জন সদস্য থাকছেন৷ শনিবার নবান্নে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷

    মুখ্যসচিব ফের একবার দাবি করেছেন, রাজ্যে এই মরশুমে অ্যাডিনো ভাইরাস সংক্রমণের জেরে ১৯টি শিশুর মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ১৩টি শিশুরই কো- মর্বিডিটি ছিল বলে দাবি করেছেন মুখ্যসচিব৷ এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একই দাবি করেছিলেন৷ যদিও বেসরকারি মতে সংখ্যাটি অনেক বেশি বলেই দাবি করা হচ্ছে৷

    অ্যাডিনো ভাইরাস নয়, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের (Central Government) চিন্তা বাড়িয়েছে এইচ থ্রি এন টু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও৷ রাজ্য সরকারের তৈরি টাস্ক ফোর্স এই ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের গতিবিধির উপরেও নজর রাখবে৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধে ৬টা নাগাদ টাস্ক ফোর্সের সদস্যরা বৈঠকে বসবেন৷ ইতিমধ্যেই অ্যাডিনো এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার৷

    শুধু শিশুরা নয়, অ্যাডিনো সংক্রমণে বয়স্করা আক্রান্ত হচ্ছেন বলেও সতর্ক করেছেন মুখ্যসচিব৷ তবে জেলার হাসপাতাল থেকে কলকাতায় রেফার করার প্রবণতা কমেছে বলে দাবি করেছেন মুখ্যসচিব (Chief Secretary)৷ ধীরে ধীরে রাজ্যের হাসপাতালগুলিতে অ্যাডিনো এবং ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে অসুস্থ শিশুদের চাপ কমছে৷ আগে যেখানে দৈনিক প্রায় সাড়ে আটশো থেকে সাড়ে ন’শো কেস আসছিল, এখন তা কমে ৫৫০ থেকে ৬০০ হয়েছে৷ আশা কর্মীদের দিয়েও সমীক্ষা করিয়ে রাজ্য প্রকৃত পরিস্থিতি বুঝে পদক্ষেপ করছে , এমনটাই দাবি মুখ্য সচিবের।

    Influenza Virus অ্যাডিনো দোসর ইনফ্লুয়েঞ্জা , পরিস্থিতি নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স গঠন রাজ্য সরকারের৷

    PM Modi ‘মোদী তেরি কবর খোদেঙ্গে’ – কংগ্রেসকে মোক্ষম জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    MORE NEWS – পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কার রাজ্যের।

    পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে রাজ্য নিজের টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কার করতে চলেছে। রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে এই ১২ হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারকেই অন্যতম প্রচারের হাতিয়ার করতে পারে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments