More
    HomeখবরJagat Prakash Nadda ২৪-এর লোকসভা ভোট পর্যন্ত বিজেপি সভাপতি থাকছে নাড্ডাই।

    Jagat Prakash Nadda ২৪-এর লোকসভা ভোট পর্যন্ত বিজেপি সভাপতি থাকছে নাড্ডাই।

    Today Kolkata:- দলের সভাপতি পদে জগৎ প্রকাশ নাড্ডার (Jagat Prakash Nadda) মেয়াদ বৃদ্ধি করা হল। এমনই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল বিজেপি শীর্ষনেতৃত্ব। জানা গিয়েছে, সভাপতি পদে তাঁর তিন বছরের মেয়াদ শেষ হওয়ার কথা পরের বছর জানুয়ারিতে। তারপরই ছিল ফের সভাপতি নির্বাচন। কিন্ত কেন্দ্রীয় নেতৃত্ব আপাতত সে পথে হাঁটছে না। আর তাই পরবর্তী লোকসভা ভোট পর্যন্ত দলের সভাপতি পদে জগৎ প্রকাশ নাড্ডার মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সম্প্রতি কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের পারফরম্যান্স যথেষ্ট ভালো। নেতৃত্ব মনে করছে, এটি সম্ভব হয়েছে নাড্ডার জন্যই।

    সেই সাফল্যের পুরষ্কার হিসেবে নাড্ডাকে পরবর্তী লোকসভা নির্বাচন পর্যন্ত সভাপতি পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এদিকে চলতি বছর বিধানসভা নির্বাচন রয়েছে গুজরাত ও হিমাচল প্রদেশ। পরের বছর ভোট রয়েছে কর্নাটক, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মধ্য়প্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়। একদিকে যেমন চলবে মসনদ ধরে রাখার লড়াই, তেমনি চলবে মসনদ কেড়ে নেওয়ার লড়াই। মূলত সেই কারণেই বিজেপির এই সিদ্ধান্ত বলে অনুমান।

    Jagat Prakash Nadda ২৪-এর লোকসভা ভোট পর্যন্ত বিজেপি সভাপতি থাকছে নাড্ডাই।

    MORE NEWS – অবশেষে রেল অবরোধ তুলে নিলেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা।

    অবশেষে ১০০ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার করলেন কুড়মি (Kurhmi samaj) সম্প্রদায়ের মানুষজন। শনিবার পঞ্চমদিনে পড়েছিল তাঁদের আন্দোলন। প্রশাসনিক বৈঠকের পর অবশেষে রেল ও জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নিল কুড়মি সমাজের বিভিন্ন আন্দোলনকারী সংগঠন। জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ তিন জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন আদিবাসী কুড়মি সমজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো। প্রায় এক ঘন্টা ধরে চলে বৈঠক। CONTINUE READING

    MORE NEWS – ফের বদলাতে চলেছে ৫০০ টাকার নোট, পরিবর্তনের পথে রিজার্ভ ব্যাঙ্ক।

    ফের নোট সম্পর্কিত বদল আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। একাধিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এবার ৫০০ টাকার নোটে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। আজ থেকে প্রায় ৬ বছর আগে নোট বন্দির মাধ্যমে বাতিল করা হয়েছিল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। ভারতের বাজারে ইস্যু হয় নতুন ১০০, ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোট। তবে এবার নোট বন্দি না হলেও ৫০০ টাকার নোটে আপগ্রেডেশনের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments