More
    Homeঅনান্যKrisnnanagar Rajbari ঐতিহ্যের ছোঁয়ার সাক্ষী থাকতে দেখে আসুন কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গোৎসব।

    Krisnnanagar Rajbari ঐতিহ্যের ছোঁয়ার সাক্ষী থাকতে দেখে আসুন কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গোৎসব।

    Today Kolkata:– Krishnanagar Rajbari প্রতিটি বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকেন এই কয়েকদিনের জন্য। আনন্দের মেতে ওঠেন তাঁরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দুর্গোৎসবের কথাই বলা হচ্ছে। এই পুজোকে কেন্দ্র করে ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাই উৎসবে সামিল হন। এই চারদিন সব দুঃখ কষ্ট ভুলে খুশির হাওয়া বইতে থাকে সবার মনে। তবে দুর্গাপুজোর সময়ে শহরাঞ্চলের পাশাপাশি বাংলার গ্রাম বাংলাও অপূর্ব সাজে সেজে ওঠে। আলোর মালায় ঝলমল করে চতুর্দিক। তবে গ্রাম বাংলার পুজোতেও ঐতিহ্যের ছোঁয়াই বেশি নজর কাড়ে। ঐতিহ্যবাহী এমন একটি নজর করা হয় পুজো হয় কৃষ্ণনগরে। জলঙ্গি নদীর তীরে অবস্থিত নদিয়ার জেলা সদর কৃষ্ণনগর। জানা যায়, কৃষ্ণনগরের নামকরণই হয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম অনুযায়ী।

    রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নির্মিত কৃষ্ণনগরের রাজবাড়ি আজও পর্যটকদের কাছে সমান আকর্ষণীয়। সারা বছর এই রাজ বাড়িতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। জানা যায়, বছরের বিশেষ কিছুদিন ছাড়া রাজবাড়ির অন্দরমহলে ঢোকা নিষেধ। ব্যতিক্রম শুধু কয়েকটি পুজো। কৃষ্ণনগর রাজবাড়ির বিরাট পুজো মণ্ডপ এই রাজবাড়ির অন্যতম দর্শনীয় সম্পদ। তাই দুর্গাপুজোর চারদিন অবাধ প্রবেশ। তবে বর্তমানে জরাজীর্ণ পরিস্থিতি তঁরে হলেও আজও গোটা রাজবাড়িতেই রাজকীয় ছাপ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বারোদোলের মেলা, দূর্গাপূজা, জগদ্ধাত্রী পুজো, এবং ঝুলনযাত্রায উপলক্ষ্যে রাজবাড়িতে ঢুকতে পারেন সাধারণ লোকেরা।

    Krisnnanagar Rajbari ঐতিহ্যের ছোঁয়ার সাক্ষী থাকতে দেখে আসুন কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গোৎসব।

    CBI & Partha রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক! পার্থর ভাগ্নি জামাইয়ের বিপুল সম্পত্তিতেও নজর সিবিআইয়ের।

    Lakshmir Bhandar নজর কাড়বে ‘লক্ষ্মীর ভান্ডার’! দুর্গাপুজো পদযাত্রার ১৭ দফা গাইডলাইন জারি নবান্নের।

    MORE NEWS – বঙ্গজুড়েই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।

    দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
    রবিবার কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে র্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৭-৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা -মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments