More
    HomeখবরTMC তৃনমূলের ছাত্র সংগঠনের গোষ্ঠী কাজিয়ায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মেদিনীপুর...

    TMC তৃনমূলের ছাত্র সংগঠনের গোষ্ঠী কাজিয়ায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ চত্বর।

    Today Kolkata:- বৃহস্পতিবার তৃনমূলের ছাত্র সংগঠনের গোষ্ঠী কাজিয়ায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ চত্বর। তৃণমূলের একটি গোষ্ঠী এ দন জুনিয়র ডাক্তারদের একটি নতুন সংগঠন গড়তে সভা ডেকে ছিল। সভা শুরু হওয়ার পরেই বাধা দিতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের অন্য গোষ্ঠী। দুই গোষ্ঠীর বচসায় উত্তাল হয়ে ওঠে কলেজ।  কলেজের অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা বলেন, কলেজের জুনিয়র ডাক্তাররা  অডিটোরিয়ামে সভা করে সংগঠন তৈরীর জন্য অনুমতি চেয়েছিলেন। সেই অনুমতিই দেওয়ায়  ছাত্রদেরই একটি অংশ সভায়  বহিরাগতদের প্রবেশ নিয়ে আপত্তি করায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি ঘিরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তিনি পুলিশ ডাকেন। পরে  পরিস্থিতি শান্ত হয়। কলেজের টিএমসিপি ইউনিটের সভাপতি সেক সায়েদ বলেন, ছাত্রছাত্রীদের পরিক্ষা চলার সময় অধ্যক্ষ কলেজের মধ্যে বহিরাগতদের মিটিং করার জন্য অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দেওয়ায় তারা প্রতিবাদ  করেছেন।TMC তৃনমূলের ছাত্র,TMC তৃনমূলের ছাত্র

    TMC তৃনমূলের ছাত্র সংগঠনের গোষ্ঠী কাজিয়ায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ চত্বর।

    MORE NEWS – এসএসসি (SSC) মামলা থেকে এবার সরে দাঁড়াল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চও।

    Today Kolkata:- এসএসসি (SSC) মামলা থেকে এবার সরে দাঁড়াল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চও। গতকাল এই মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ, বিচারপতি টিএস শিবাগনানমের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এর ফলে এসএসসি-র উপদেষ্টা কমিটির সদস্যরা আরও বিপাকে পডলেন।
    গত ৩০ মার্চ SSC’র গ্রুপ D’তে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ৫টি মামলায় CBI অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু, ৪টি নির্দেশের ওপরই স্থগিতাদেশ দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এরপরই সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দেওয়া হচ্ছে কেন, CONTINUE READING

    আজ ডেবরা বিধানসভার অন্তর্গত বালিচক ,ডেবরা ও ঘাটাল সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে সাড়ম্বরে পালিত হলো ভারতীয় জনতা পার্টির 42 তম প্রতিষ্ঠা দিবস।

    ইতিহাস গবেষণার জন্য নিজের বাড়ি মেদিনীপুর কলেজকে দান করলেন এই কলেজের প্রাক্তনী ড: অন্নপূর্ণা চ্যাটার্জি।

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন-সার্বোভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু।

    কুলটির রানিসায়ের ময়দানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কয়লাখনি শ্রমিকের হেলমেট পরিয়ে সংবর্ধনা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments