More
    Homeঅনান্যWeather update dosar নিম্নচাপের দোসর মৌসুমি অক্ষরেখা, দক্ষিণে বৃষ্টি চলবে সপ্তাহভর।

    Weather update dosar নিম্নচাপের দোসর মৌসুমি অক্ষরেখা, দক্ষিণে বৃষ্টি চলবে সপ্তাহভর।

    Today Kolkata:- Weather update dosar এবার পুজোতে করোনা সংক্রমণের ভয় অনেক কম। তবে ভয় ধরাচ্ছে আবহাওয়া। কয়েকদিন ধরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে দফায় দফায় ঝমঝমিয়ে চলছে বৃষ্টি। মঙ্গলবার সকালেও সেই ধারা বজায় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবারও সারাদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে। মঙ্গলবার সারাদিন কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

    Weather update Dakkhinbanga ফের নিম্নচাপের গেরোয় বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে, জারি সতর্কতা।

    Weather update Bangla নিম্নচাপে ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বাংলাজুড়ে! কেমন থাকবে পুজোর আবহাওয়া।

    বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে টানা বৃষ্টি। যার জেরে বেশ খানিকটা পারদ পতন ঘটেছে। মঙ্গলবার গভীর নিম্নচাপের অবস্থান রয়েছে ওড়িশা এবং দক্ষিণ ছত্রিশগড় এলাকায়। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সালমির, থেকে মহারাষ্ট্রের নাগপুর হয়ে ছত্রিশগড়ের নিম্নচাপ ছুঁয়ে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে নিম্নচাপ দুর্বল হলেও বাংলার পরিমণ্ডলে সাগরের জলীয় বাষ্প হু হু করে ঢুকতে শুরু করবে। চলতি সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

    Weather update dosar নিম্নচাপের দোসর মৌসুমি অক্ষরেখা, দক্ষিণে বৃষ্টি চলবে সপ্তাহভর।

    Nabanna Avijan রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান, তার আগেই ট্যুইটে বিস্ফোরক অমিত।

    Uttarakhand poison wine ভোট দেওয়ার পুরস্কার, উত্তরাখণ্ড নেতার দেওয়া মদ খেয়ে মৃত্যু ৭ জনের।

    Mangalcot bom blust মঙ্গলকোট বোমা বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত।

    MORE NEWS – ধ্বংসের রাজনীতি করছে বিজেপি, ওদের বেলুন ফুটো হয়ে গিয়েছে’, কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

    গেরুয়া শিবিরের নেতা ও কর্মীরা ধ্বংসের রাজনীতি করছে। মঙ্গলবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দলের বিধায়কদের নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের এক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠক থেকেই তিনি বলেন, ‘‘যখন আমরা চাকরি দিচ্ছি তখন বিজেপি ধ্বংসের রাজনীতি করছে। ওদের মিছিলে বেশি লোক ছিল না।” বিজেপির নবান্ন অভিযান ঘিরে কলকাতা-হাওড়ার একাধিক রাস্তা আটকে যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments